০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ

কিবরিয়া আনসারি
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 80
পুবের কলম ওয়েবডেস্ক: ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের বিরোধিতা করল দিল্লি পুলিশ। ২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করে পুলিশ। দীর্ঘসময় ধরে বিনা বিচারে জেলবন্দি রয়েছে জেএনইউয়ের দুই প্রাক্তন ছাত্রনেতা। একাধিকবার জামিনের আবেদন করলেও তাদের জামিন দেওয়া হয়নি। ফের দুই ছাত্রনেতার জামিনের আবেদনে তীব্র বিরোধিতা করল দিল্লি পুলিশ।
এদিন মামলার শুনানিতে দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা হাইকোর্টকে বলেন, উমর, ইমাম ও অন্যান্যরা জনগণকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করেছিল। সলিসিটর জেনারেলের অভিযোগ, “ওরা দেশকে বিভক্ত করার ছক কষেছিল। তারা সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপ করে এসমস্ত কর্মকাণ্ড চালাত।” তুষার মেহতা আরও দাবি করেন, খালিদ ও অন্যরা সারা বিশ্বে দেশকে বদনাম করতে চেয়েছিল। তারা আরও ক্ষয়ক্ষতির জন্য একটি দিন নির্ধারণ করে আমাদের দেশকে বৈশ্বিকভাবে বদনাম করারও পরিকল্পনা করেছিল। দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে মানে জামিন দেওয়া উচিত নয়। এই মামলাগুলিতে দেশবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।