পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। এক দশকের পুরনো ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় নতুন করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ৩ অক্টোবর এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সদর দফতরের তদন্ত ইউনিটের সহকারী পরিচালক শিব কুমার গুপ্তের একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, সম্পত্তির অসৎ অপব্যবহার, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এফআইআরে বলা হয়েছে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সুমন দুবে, স্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড, সুনীল ভান্ডারি এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে অভিযুক্ত করা হয়েছে। এফআইআরে অভিযোগ করা হয়েছে, যে ন্যাশনাল হেরাল্ডের মূল প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের দু’হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করার জন্য একটি বিস্তৃত অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। এই অধিগ্রহণটি ইয়ং ইন্ডিয়ান দ্বারা কার্যকর করা হয়েছিল। যেখানে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিরা শেয়ার রেখেছিলেন।
উল্লেখ্য, ২৯ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডির চার্জশিট আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করে। আদেশটি ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। আদালত পর্যবেক্ষণ করে, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্তদের ‘শুনানির অধিকার’ রয়েছে।





























