২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 109

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির ট্রেনে পদপিষ্ট কাণ্ডে মৃতের তালিকা প্রকাশ করল দিল্লি পুলিশের। কোন রাজ্যে কত? দেখে নিন এক ঝলকে 

দিল্লি পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নয়াদিল্লিতে মৃতেরা হলেন—

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলার নিন্দায় সরব জামায়াতে ইসলামি হিন্দ, মুসলিম বিশ্ব ও ভারত সরকারের কাছে পদক্ষেপের আহ্বান

আহা দেবী (৭৯, বক্সার, বিহার)।

আরও পড়ুন: ‘সন্ত্রাসের মদতদাতাকে পুরস্কার কেন?’ জি-৭ বৈঠকে সরব মোদি

পিঙ্কি দেবী (৪১, সঙ্গম বিহার, দিল্লি)।

আরও পড়ুন: বাংলাদেশের রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার, চাইলেন হস্তক্ষেপ

শীলা দেবী (৫০, সরিতা বিহার, দক্ষিণ-পূর্ব দিল্লি)।

ব্যোম‌ (২৫, বাওয়ানা, উত্তর-পশ্চিম দিল্লি)।

পুনম দেবী (৪০, সারণ, বিহার)।

ললিতা দেবী (৩৫, পটনা, বিহার)।

সুরুচি (১১, মুজফ্‌ফরপুর, বিহার) ।

কৃষ্ণা দেবী (৪০, সমস্তিপুর, বিহার)।

বিজয় শাহ (১৫, সমস্তিপুর, বিহার)।

নীরজ (১২, বৈশালী, বিহার)।

শান্তি দেবী (৪০, নওয়াদা, বিহার)।

পূজা কুমার (৮, নওয়াদা, বিহার)।

সঙ্গীতা মালিক (৩৪, ভিওয়ানি, হরিয়ানা)।

পুনম (৩৪, মহাবীর এনক্লেভ, দিল্লি)।

মমতা ঝা (৪০, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)।

রিয়া সিংহ (৭, সাগরপুর, দিল্লি)।

বেবি কুমারী (২৪, বিজওয়াসন, দিল্লি)।

মনোজ (৪৭, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)।

বলা বাহুল্য, কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়েছিল। ১৪ ও ১৫ নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু উপাধ্যায় জানিয়েছেন, ঘটনার সময় পাটনাগামী মগধ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং নয়াদিল্লি-জম্মু উত্তর যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এই দুই ট্রেনের যাত্রীরাও ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজ থেকে ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে নামতে থাকা কিছু যাত্রী পিছলে অন্য যাত্রীদের উপর পড়ে যান।

রেলের চূড়ান্ত অব্যবস্থায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৮ জনের। আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও অনেকে। রবিবার দিল্লি পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মৃতের তালিকা। যেখানে দেখা যাচ্ছে, মৃত ১৮ জনের মধ্যে রয়েছে ৭ বছরের শিশু থেকে ৭৯ বছরের বৃদ্ধা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির ট্রেনে পদপিষ্ট কাণ্ডে মৃতের তালিকা প্রকাশ করল দিল্লি পুলিশের। কোন রাজ্যে কত? দেখে নিন এক ঝলকে 

দিল্লি পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নয়াদিল্লিতে মৃতেরা হলেন—

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলার নিন্দায় সরব জামায়াতে ইসলামি হিন্দ, মুসলিম বিশ্ব ও ভারত সরকারের কাছে পদক্ষেপের আহ্বান

আহা দেবী (৭৯, বক্সার, বিহার)।

আরও পড়ুন: ‘সন্ত্রাসের মদতদাতাকে পুরস্কার কেন?’ জি-৭ বৈঠকে সরব মোদি

পিঙ্কি দেবী (৪১, সঙ্গম বিহার, দিল্লি)।

আরও পড়ুন: বাংলাদেশের রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার, চাইলেন হস্তক্ষেপ

শীলা দেবী (৫০, সরিতা বিহার, দক্ষিণ-পূর্ব দিল্লি)।

ব্যোম‌ (২৫, বাওয়ানা, উত্তর-পশ্চিম দিল্লি)।

পুনম দেবী (৪০, সারণ, বিহার)।

ললিতা দেবী (৩৫, পটনা, বিহার)।

সুরুচি (১১, মুজফ্‌ফরপুর, বিহার) ।

কৃষ্ণা দেবী (৪০, সমস্তিপুর, বিহার)।

বিজয় শাহ (১৫, সমস্তিপুর, বিহার)।

নীরজ (১২, বৈশালী, বিহার)।

শান্তি দেবী (৪০, নওয়াদা, বিহার)।

পূজা কুমার (৮, নওয়াদা, বিহার)।

সঙ্গীতা মালিক (৩৪, ভিওয়ানি, হরিয়ানা)।

পুনম (৩৪, মহাবীর এনক্লেভ, দিল্লি)।

মমতা ঝা (৪০, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)।

রিয়া সিংহ (৭, সাগরপুর, দিল্লি)।

বেবি কুমারী (২৪, বিজওয়াসন, দিল্লি)।

মনোজ (৪৭, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)।

বলা বাহুল্য, কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়েছিল। ১৪ ও ১৫ নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু উপাধ্যায় জানিয়েছেন, ঘটনার সময় পাটনাগামী মগধ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং নয়াদিল্লি-জম্মু উত্তর যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এই দুই ট্রেনের যাত্রীরাও ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজ থেকে ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে নামতে থাকা কিছু যাত্রী পিছলে অন্য যাত্রীদের উপর পড়ে যান।

রেলের চূড়ান্ত অব্যবস্থায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৮ জনের। আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও অনেকে। রবিবার দিল্লি পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মৃতের তালিকা। যেখানে দেখা যাচ্ছে, মৃত ১৮ জনের মধ্যে রয়েছে ৭ বছরের শিশু থেকে ৭৯ বছরের বৃদ্ধা।