১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৯ দিনে ৫ বার, ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক  

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
  • / 36

পুবের কলম,ওয়েবডেস্ক:  বিমান ও স্কুলে বোমাতঙ্কের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক রুটিন। ফের বোমা হামলার হুমকি দিল্লির স্কুলে। এই নিয়ে ৯ দিনে ৫ বার এহেন ঘটনার সাক্ষী থাকল দেশ।  মঙ্গলবার সকালে রাজধানীর একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহারে ক্রিসেন্ট পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পাশাপাশি বম্ব নিষ্ক্রিয়কারি টিম, বম্ব স্কোয়াডও আসে ঘটনাস্থলে। চলে চিরুনি তল্লাশি। তবে সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি।

তবে কে বা কারা স্কুলে ওই হুমকি মেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। খোঁজে তদন্তে নেমেছে  পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি একযোগে দিল্লির ৪০ টি স্কুলে বোমা হামলার খবর আসে। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি। সোমবারেও ডিপিএস আরকে পুরম-সহ রাজধানীর প্রায় ২০টি স্কুলে বোমা রাখার হুমকিবার্তা পাঠানো হয়েছিল। পরে জানা যায়, বার্তাটি ভুয়ো।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৯ দিনে ৫ বার, ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক  

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  বিমান ও স্কুলে বোমাতঙ্কের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক রুটিন। ফের বোমা হামলার হুমকি দিল্লির স্কুলে। এই নিয়ে ৯ দিনে ৫ বার এহেন ঘটনার সাক্ষী থাকল দেশ।  মঙ্গলবার সকালে রাজধানীর একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহারে ক্রিসেন্ট পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পাশাপাশি বম্ব নিষ্ক্রিয়কারি টিম, বম্ব স্কোয়াডও আসে ঘটনাস্থলে। চলে চিরুনি তল্লাশি। তবে সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি।

তবে কে বা কারা স্কুলে ওই হুমকি মেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। খোঁজে তদন্তে নেমেছে  পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি একযোগে দিল্লির ৪০ টি স্কুলে বোমা হামলার খবর আসে। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি। সোমবারেও ডিপিএস আরকে পুরম-সহ রাজধানীর প্রায় ২০টি স্কুলে বোমা রাখার হুমকিবার্তা পাঠানো হয়েছিল। পরে জানা যায়, বার্তাটি ভুয়ো।