০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

সুস্মিতা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 686

বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির মন্তব্য

মীর আফরোজ জামান: বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভাল হবে বলে মনে করে দিল্লি। বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে, এটাই প্রত্যাশা করে ভারত।

৬ অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ সম্পর্কে বাংলাদেশী সাংবাদিকরা প্রশ্ন করলে ভারতের বিদেশ সচিব বলেন, ‘এটা আইনি এবং বিচারিক বিষয়। তাই এই মুহুর্তে এ থেকে বেশি কিছু বলতে চাই না’। ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক ছাত্র অভ্যুত্থানের মুখে ভারতে চলে এসে এখন নয়া দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বলা যায়, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অবনতি হয়।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের সাংবাদিকদের ভারত সফরকে একটি ব্রেক থ্রু হিসেবেও দেখছেন অনেকেই। উল্লেখ্য, মোটামুটি ঠিক রয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির মন্তব্য

মীর আফরোজ জামান: বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভাল হবে বলে মনে করে দিল্লি। বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে, এটাই প্রত্যাশা করে ভারত।

৬ অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ সম্পর্কে বাংলাদেশী সাংবাদিকরা প্রশ্ন করলে ভারতের বিদেশ সচিব বলেন, ‘এটা আইনি এবং বিচারিক বিষয়। তাই এই মুহুর্তে এ থেকে বেশি কিছু বলতে চাই না’। ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক ছাত্র অভ্যুত্থানের মুখে ভারতে চলে এসে এখন নয়া দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বলা যায়, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অবনতি হয়।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের সাংবাদিকদের ভারত সফরকে একটি ব্রেক থ্রু হিসেবেও দেখছেন অনেকেই। উল্লেখ্য, মোটামুটি ঠিক রয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে।