জনগণনায় ‘বিষ্ণুপ্রিয়া’ জাতির সঙ্গে মণিপুর যুক্ত না করার দাবি

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী লোকগণনায় জাতিভিত্তিক গণনার উদ্যোগের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেই জনগণনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী-র পরিবর্তে শুধু জাতিগোষ্ঠীর নাম ‘বিষ্ণুপ্রিয়া’ উল্লেখ করা হোক। এমনই দাবি জানাল ওই জনগোষ্ঠীর সামাজিক সংগঠন অভিযান। অভিযানের সভাপতি শ্যামলকান্তি সিংহ ও সাধারণ সম্পাদক দিলীপ সিংহ সোমবার এক প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, ‘বি¡ুŒপুরিয়া’ অথবা ‘বিষ্ণুপ্রিয়া’ জাতি গোষ্ঠীর সঙ্গে কোনও অবস্থাতেই মণিপুরী’ নাম যুক্ত হতে পারে না। সরকারি পরিসংখ্যানেও দেশের অন্য ভাষার সঙ্গে ‘বিষ্ণুপ্রিয়া’যুক্ত রয়েছে। তাই এর সঙ্গে মণিপুরি শধটি ব্যবহার না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মণিপুরি কোনও যোগসূত্র নেই, নৃতাত্ত্বিক দিক থেকেও কোনও যোগসূত্র থাকার কথাও নয়।
শ্যামল সিংহ তথ্য দিয়ে বলেন, ১৯৭৭ সালে অসম সরকার ‘বিষ্ণুপ্রিয়া’ভাষাকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করে। সেখানেও মণিপুরি যুক্ত নেই। তাই তাদের দাবি আগামী জাতিভিত্তিক জনগণনাতে তাদের গোষ্ঠীর নাম বিষ্ণুপ্রিয়া-ই কেবল উল্লেখ করা হোক।