১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেমোক্রেটিক আজাদ পার্টি, উপত্যকায় নিজের দল ঘোষণা করলেন গুলাম নবি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 30

 

 

আরও পড়ুন: ৩৭০ ধারা আর ফিরছে না, গুলাম নবী আজাদ

 

আরও পড়ুন: করোনা আক্রান্ত কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ

পুবের কলম ওয়েবডেস্ক:  পূর্ব ঘোষণা মত নিজের দল ঘোষণা করলেন গুলাম নবি আজাদ।নাম দিলেন ডেমোক্রেটিক আজাদ পার্টি। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নিজের দল গড়ার কথা আগিয়ে জানিয়ে ছিলেন এই বর্ষীয়াণ  রাজনীতিবিদ। সোমবার নীল-সাদা- হলুদ রঙের দলীয় পতাকাও প্রকাশ্যে আনেন তিনি। কংগ্রেসকে তোপ দেগে মাস্খানেক আগেই উপত্যকার  এই নেতা কংগ্রেস ত্যাগ করেন। গত ২৬  অগস্ট তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে।

সোনিয়াকে সাড়ে চার পাতার একটি চিঠি দেন ৷ সেই চিঠিতে কংগ্রেস সম্বন্ধে তাঁর সমস্ত অভিযোগ ও ক্ষোভ উগরে  দেন তিনি৷ বিশেষ করে কংগ্রেসের দুরাবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধিকে ৷ রাহুল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পর থেকেই সংগঠনের দুরাবস্থা তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

জাতীয় রাজনীতিতে তোলপাড় তোলে আজাদের এই সিদ্ধান্ত। আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। কিন্তু নিজের দল ঘোষণার পর সেই ধোঁয়াশা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনীতিক ওয়াকিবহাল মহল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেমোক্রেটিক আজাদ পার্টি, উপত্যকায় নিজের দল ঘোষণা করলেন গুলাম নবি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: ৩৭০ ধারা আর ফিরছে না, গুলাম নবী আজাদ

 

আরও পড়ুন: করোনা আক্রান্ত কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ

পুবের কলম ওয়েবডেস্ক:  পূর্ব ঘোষণা মত নিজের দল ঘোষণা করলেন গুলাম নবি আজাদ।নাম দিলেন ডেমোক্রেটিক আজাদ পার্টি। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নিজের দল গড়ার কথা আগিয়ে জানিয়ে ছিলেন এই বর্ষীয়াণ  রাজনীতিবিদ। সোমবার নীল-সাদা- হলুদ রঙের দলীয় পতাকাও প্রকাশ্যে আনেন তিনি। কংগ্রেসকে তোপ দেগে মাস্খানেক আগেই উপত্যকার  এই নেতা কংগ্রেস ত্যাগ করেন। গত ২৬  অগস্ট তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে।

সোনিয়াকে সাড়ে চার পাতার একটি চিঠি দেন ৷ সেই চিঠিতে কংগ্রেস সম্বন্ধে তাঁর সমস্ত অভিযোগ ও ক্ষোভ উগরে  দেন তিনি৷ বিশেষ করে কংগ্রেসের দুরাবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধিকে ৷ রাহুল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পর থেকেই সংগঠনের দুরাবস্থা তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

জাতীয় রাজনীতিতে তোলপাড় তোলে আজাদের এই সিদ্ধান্ত। আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। কিন্তু নিজের দল ঘোষণার পর সেই ধোঁয়াশা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনীতিক ওয়াকিবহাল মহল।