০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হতাশাগ্রস্থ ভারতীয় ছাত্রীকে ঘরে ফেরাতে তৎপরতা শুরু করল বিদেশ মন্ত্রক

সুস্মিতা
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকায় পড়তে গিয়ে হতাশায় ভুগছিলেন ভারতীয় এক ছাত্রী। শিকাগোর রাস্তায় ক্ষুধার্ত মানসিক ভারসাম্যহীনের মত দিন কাটছিল ওই ছাত্রীর। মেয়েকে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আর্জি জানিয়েছিলেন ছাত্রীর মা ওয়াহাজ ফতিমা। এবার সেই ছাত্রীকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিল ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল হায়দ্রাবাদের ওই ছাত্রীকে চিকিৎসা ও ভ্রমণ সহায়তার প্রস্তাব দিয়েছেন। ওই ছাত্রী এখন সুস্থ আছেন। তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এমনটাই টুইট করে জানিয়েছে আমেরিকার ভারতীয় কনস্যুলেট জেনারেল।

 

প্রসঙ্গত, তেলেঙ্গানা রাজ্যের মৌলা আলীর বাসিন্দা সৈয়দ লুলু মিনহাজ জাইদি। গত দু’বছর আগে আমেরিকার ট্রিন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন তিনি। প্রত্যেকদিনই বাড়িতে ফোন করে মায়ের খোঁজ নিতেন। কিন্তু গত ২ মাস থেকে মেয়ের কোনও ফোন আসেনি বাড়িতে। চিন্তিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ মা। জানা যায়, হায়দরাবাদের দুই যুবকের মাধ্যমে মেয়ের দুর্দশার কথা জানতে পারেন। ওই যুবকরা জানান, তার সমস্তকিছু চুরি গিয়েছে। ফলে সর্বস্ব হারিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় দিন কাটাচ্ছে। এই খবর জানার পরই ভেঙে পড়েছেন বৃদ্ধ মা সৈয়দ ওয়াহজ ফতিমা। তিনি ভারতীয় বিদেশমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে দ্রুত মেয়েকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হতাশাগ্রস্থ ভারতীয় ছাত্রীকে ঘরে ফেরাতে তৎপরতা শুরু করল বিদেশ মন্ত্রক

আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকায় পড়তে গিয়ে হতাশায় ভুগছিলেন ভারতীয় এক ছাত্রী। শিকাগোর রাস্তায় ক্ষুধার্ত মানসিক ভারসাম্যহীনের মত দিন কাটছিল ওই ছাত্রীর। মেয়েকে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আর্জি জানিয়েছিলেন ছাত্রীর মা ওয়াহাজ ফতিমা। এবার সেই ছাত্রীকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিল ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল হায়দ্রাবাদের ওই ছাত্রীকে চিকিৎসা ও ভ্রমণ সহায়তার প্রস্তাব দিয়েছেন। ওই ছাত্রী এখন সুস্থ আছেন। তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এমনটাই টুইট করে জানিয়েছে আমেরিকার ভারতীয় কনস্যুলেট জেনারেল।

 

প্রসঙ্গত, তেলেঙ্গানা রাজ্যের মৌলা আলীর বাসিন্দা সৈয়দ লুলু মিনহাজ জাইদি। গত দু’বছর আগে আমেরিকার ট্রিন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন তিনি। প্রত্যেকদিনই বাড়িতে ফোন করে মায়ের খোঁজ নিতেন। কিন্তু গত ২ মাস থেকে মেয়ের কোনও ফোন আসেনি বাড়িতে। চিন্তিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ মা। জানা যায়, হায়দরাবাদের দুই যুবকের মাধ্যমে মেয়ের দুর্দশার কথা জানতে পারেন। ওই যুবকরা জানান, তার সমস্তকিছু চুরি গিয়েছে। ফলে সর্বস্ব হারিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় দিন কাটাচ্ছে। এই খবর জানার পরই ভেঙে পড়েছেন বৃদ্ধ মা সৈয়দ ওয়াহজ ফতিমা। তিনি ভারতীয় বিদেশমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে দ্রুত মেয়েকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন।