২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজে হার সত্বেও শ্যুটিংয়ে ব্যস্ত কোহলি

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে  প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সিরিজ হাতছাড়া করেছেন রোহিতরা। সিরিজের অবশিষ্ট ম্যাচ খেলতে দুই দল পাড়ি দিয়েছে চট্টগ্রামে। সিরিজ পকেটে পুরে নেওয়ায় শাকিব আল হাসান, মিরাজ হাসানরা আছেন ছুটির আমেজে।

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, সিরিজ হারা ভারতীয় দলের ক্রিকেটাররাও অনুশীলনে যোগ দেননি। এক ধাপ এগিয়ে বিরাট কোহলি আবার দলের সঙ্গে চট্টগ্রামে উড়ে যাননি। তিনি নাকি সন্ধ্যা নাগাদ চট্টগ্রামে টিম হোটেল ‘রেডিসন ব্লু‘তে’ চেক ইন করবেন। তারপর শুক্রবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা ও গুলি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড

 

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

এখানেই অনেকের মনে প্রশ্ন উঠছে, কোহলি তাহলে দলের সঙ্গে মিরপুর ছেড়ে চট্টগ্রামে কেন গেলেন না? তিনি কি অসুস্থ? জানা গিয়েছে, কোহলি ফিট আছেন।

 

সিরিজের মাঝখানে তার একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের শিডিউল আছে। সেই শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিনি দলের সঙ্গে দুপুর ১২টার ফ্লাইটে চট্টগ্রামে যেতে পারেননি। তবে বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে ঢাকা ছেড়ে চট্টগ্রামে পৌঁছে  গেলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার কোহলি। বাংলাদেশের কাছে সিরিজ হারার পরে কোহলির এভাবে শুটিংয়ে ব্যস্ত থাকার ছবি সামনে আসায় তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নেটিজেনরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিজে হার সত্বেও শ্যুটিংয়ে ব্যস্ত কোহলি

আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে  প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সিরিজ হাতছাড়া করেছেন রোহিতরা। সিরিজের অবশিষ্ট ম্যাচ খেলতে দুই দল পাড়ি দিয়েছে চট্টগ্রামে। সিরিজ পকেটে পুরে নেওয়ায় শাকিব আল হাসান, মিরাজ হাসানরা আছেন ছুটির আমেজে।

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, সিরিজ হারা ভারতীয় দলের ক্রিকেটাররাও অনুশীলনে যোগ দেননি। এক ধাপ এগিয়ে বিরাট কোহলি আবার দলের সঙ্গে চট্টগ্রামে উড়ে যাননি। তিনি নাকি সন্ধ্যা নাগাদ চট্টগ্রামে টিম হোটেল ‘রেডিসন ব্লু‘তে’ চেক ইন করবেন। তারপর শুক্রবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা ও গুলি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড

 

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

এখানেই অনেকের মনে প্রশ্ন উঠছে, কোহলি তাহলে দলের সঙ্গে মিরপুর ছেড়ে চট্টগ্রামে কেন গেলেন না? তিনি কি অসুস্থ? জানা গিয়েছে, কোহলি ফিট আছেন।

 

সিরিজের মাঝখানে তার একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের শিডিউল আছে। সেই শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিনি দলের সঙ্গে দুপুর ১২টার ফ্লাইটে চট্টগ্রামে যেতে পারেননি। তবে বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে ঢাকা ছেড়ে চট্টগ্রামে পৌঁছে  গেলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার কোহলি। বাংলাদেশের কাছে সিরিজ হারার পরে কোহলির এভাবে শুটিংয়ে ব্যস্ত থাকার ছবি সামনে আসায় তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নেটিজেনরা।