১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন ঘেরাও অভিযান: ছাড়া পেলেন আটক সাংসদেরা

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 31

পুবের কলম,ওয়েবডেস্ক: আটক সাংসদদের ছেড়ে দিল দিল্লি পুলিশ। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। সোমবার সংসদ ভবন থেকে অন্তত ২০০ বিরোধী সাংসদ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দিলে সেই মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে অনেককে আটক করে দিল্লি পুলিশ। আটককৃত নেতাদের মধ্যে ছিলেন, রাহুল, প্রিয়াঙ্কা, খারগে সহ ১০০-এর বেশি সাংসদ।  নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানাতে। 

ভোটার তালিকা পরিমার্জনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। এদিন সেই অভিযানকে সফল করতে দিল্লির রাজপথে নামতেই তোলপাড় হয় রাজধানী। বিক্ষোভ, স্লোগানে মুখরিত হয়
সংসদ ভবন চত্বর।
অভিযোগ, দিল্লি পুলিশ এই অভিযানের কোনও অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিল করে রাহুল , প্রিয়াঙ্কা  মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদবরা নির্বাচন কমিশন দফতরের দিকে এগোতে শুরু করেন। তাই
তাঁদের আটকাতে বিরাট ব্যারিকেড দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু কোনও কিছুতেই বিক্ষোভকারীদের দমাতে পারেনি কর্মরত পুলিশ আধিকারিকরা। একপর্যায়ে শুরু হয় ধস্তাধস্তি। মহিলা সাংসদদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। তারপরই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা সহ সকলকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২ ঘণ্টা আটক করার পর অবশেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ‘মহিলা সাংসদদের চুল ধরে টানা হয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সাগরিকা ঘোষের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন কমিশন ঘেরাও অভিযান: ছাড়া পেলেন আটক সাংসদেরা

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আটক সাংসদদের ছেড়ে দিল দিল্লি পুলিশ। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। সোমবার সংসদ ভবন থেকে অন্তত ২০০ বিরোধী সাংসদ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দিলে সেই মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে অনেককে আটক করে দিল্লি পুলিশ। আটককৃত নেতাদের মধ্যে ছিলেন, রাহুল, প্রিয়াঙ্কা, খারগে সহ ১০০-এর বেশি সাংসদ।  নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানাতে। 

ভোটার তালিকা পরিমার্জনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। এদিন সেই অভিযানকে সফল করতে দিল্লির রাজপথে নামতেই তোলপাড় হয় রাজধানী। বিক্ষোভ, স্লোগানে মুখরিত হয়
সংসদ ভবন চত্বর।
অভিযোগ, দিল্লি পুলিশ এই অভিযানের কোনও অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিল করে রাহুল , প্রিয়াঙ্কা  মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদবরা নির্বাচন কমিশন দফতরের দিকে এগোতে শুরু করেন। তাই
তাঁদের আটকাতে বিরাট ব্যারিকেড দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু কোনও কিছুতেই বিক্ষোভকারীদের দমাতে পারেনি কর্মরত পুলিশ আধিকারিকরা। একপর্যায়ে শুরু হয় ধস্তাধস্তি। মহিলা সাংসদদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। তারপরই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা সহ সকলকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২ ঘণ্টা আটক করার পর অবশেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ‘মহিলা সাংসদদের চুল ধরে টানা হয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সাগরিকা ঘোষের