১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জিন্স, টপ পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, মধ্যপ্রদেশে বজরং দলের ব্যানার ঘিরে বিতর্ক

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
  • / 55

পুবের কলম,ওয়েবডেস্ক: জিন্স, স্কার্ট পরিধান করে মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ। বজরং দল প্রদত্ত একটি ব্যানার ঘিরে বিতর্ক মধ্যপ্রদেশে। জানা গেছে, রাজ্যটির ৪০টি মন্দিরের  প্রবেশদ্বারে ‘ড্রেস-কোড’ নিয়ে বজরং দলের ব্যানারকে কেন্দ্র করে ক্ষোভের অনলে ফুঁসছে  অনেকেই। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে বলে ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে।

‘মহাকাল সংঘ বজরং দল’-এর নামে দেওয়া ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। আর যদি না মান্য না করে তাহলে বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে চলে যায়। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে হলে মহিলাদের মাথা ঢাকা থাকতে হবে বলেও ওই পোস্টারগুলিতে লেখা হয়েছে। এইভাবে জবলপুরের ৪০টি মন্দিরের প্রবেশদ্বারে এই পোস্টার টাঙানো হয়।

এই প্রেক্ষিতে সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে জব্বলপুরের ৩০ থেকে ৪০টি মন্দিরে পোস্টার দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশকয়েকটি মন্দিরে এমন পোস্টার দেওয়া হবে।

এদিকে এই পোস্টার পরতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মহিলাদের স্বাধীনতাতে হস্তক্ষেপ বলে তোপ দাগাচ্ছেন তো অনেকে ধর্মচারে হস্তক্ষেপের অভিযোগ আনছেন।  এই প্রসঙ্গে মহিলা অধিকার কর্মী ও আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, কে কোন ধরণের পোশাক পরবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এভাবে কারও উপর পোশাক বিধি চাপিয়ে দেওয়া যায় না।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিন্স, টপ পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, মধ্যপ্রদেশে বজরং দলের ব্যানার ঘিরে বিতর্ক

আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: জিন্স, স্কার্ট পরিধান করে মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ। বজরং দল প্রদত্ত একটি ব্যানার ঘিরে বিতর্ক মধ্যপ্রদেশে। জানা গেছে, রাজ্যটির ৪০টি মন্দিরের  প্রবেশদ্বারে ‘ড্রেস-কোড’ নিয়ে বজরং দলের ব্যানারকে কেন্দ্র করে ক্ষোভের অনলে ফুঁসছে  অনেকেই। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে বলে ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে।

‘মহাকাল সংঘ বজরং দল’-এর নামে দেওয়া ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। আর যদি না মান্য না করে তাহলে বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে চলে যায়। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে হলে মহিলাদের মাথা ঢাকা থাকতে হবে বলেও ওই পোস্টারগুলিতে লেখা হয়েছে। এইভাবে জবলপুরের ৪০টি মন্দিরের প্রবেশদ্বারে এই পোস্টার টাঙানো হয়।

এই প্রেক্ষিতে সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে জব্বলপুরের ৩০ থেকে ৪০টি মন্দিরে পোস্টার দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশকয়েকটি মন্দিরে এমন পোস্টার দেওয়া হবে।

এদিকে এই পোস্টার পরতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মহিলাদের স্বাধীনতাতে হস্তক্ষেপ বলে তোপ দাগাচ্ছেন তো অনেকে ধর্মচারে হস্তক্ষেপের অভিযোগ আনছেন।  এই প্রসঙ্গে মহিলা অধিকার কর্মী ও আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, কে কোন ধরণের পোশাক পরবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এভাবে কারও উপর পোশাক বিধি চাপিয়ে দেওয়া যায় না।