এয়ার ইন্ডিয়ার ৩ উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ DGCA-র

- আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
- / 103
পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদ বিমান দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ ডিজিসিএ-এর। এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাটি।
সূত্রের খবর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট। এছাড়া রয়েছেন ক্রু শিডিউলিং এবং রোস্টারিং অধিকর্তা। সব রকম ভূমিকা এবং দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুন এই নির্দেশ জারি করা হয়। নির্দেশ অনুসারে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাটি অবিলম্বে আভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তিন আধিকারিকের মধ্যে বিমান সংস্থার বিভাগীয় ভাইস প্রেসিডেন্টও রয়েছেন।
১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দেয় এআই ১৭১ বিমানটি। গুজরাতের আমদাবাদের সর্দার বল্লভভাই বিমানবন্দর থেকে রওনা দেওয়ার ২৭ সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বিজে মেডিক্যাল হাসপাতালের হস্টেলে গিয়ে ধাক্কা মারে বিমানটি। এরপর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন যাত্রীর মৃত্যু ঘটে। একমাত্র ১১এ সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ বেঁচে যান। বিজে মেডিক্যাল হাসাপাতালের হস্টেলের জুনিয়র চিকিৎসকরা সে সময় খাবার খাচ্ছিলেন। বিমান হস্টেলে ভেঙে পড়ায় বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার নিহত হন। এছাড়া স্থানীয় কিছু মানুষও বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি।