০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জল মাপছে ঢাকা, এখনই স্বীকৃতি নয় তালিবান সরকারকে

পুবের কলম, ওয়েবডেস্কঃ  আফগানিস্তানের নয়া সরকার কে এখনই স্বীকৃতি  দিচ্ছে না বাংলাদেশ।  দ্বিতীয়  তালিব সরকারের  গতিবিধি  আরও পর্যবেক্ষণ  করতে  চায় শেখ হাসিনা প্রশাসন।  আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

তালিবানের তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ  স্বীকৃতি দিচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে সে দেশের  বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম বলেন, “আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না।  কারণ, এটি তাদের তত্ত্বাবধায়ক সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এই বিষয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি”।

তবে আফগানিস্তানের  উন্নয়নে  রাষ্ট্রসংঘ বা ইউরোপীয়  ইউনিয়ন  উদ্যোগ নিলে তাতে সমর্থন  করবে বাংলাদেশ।

সর্বধিক পাঠিত

হুগলির পুইনানে বিশ্ব ইজতেমায় এক সমুদ্র মুসল্লির জুমার নামাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল মাপছে ঢাকা, এখনই স্বীকৃতি নয় তালিবান সরকারকে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  আফগানিস্তানের নয়া সরকার কে এখনই স্বীকৃতি  দিচ্ছে না বাংলাদেশ।  দ্বিতীয়  তালিব সরকারের  গতিবিধি  আরও পর্যবেক্ষণ  করতে  চায় শেখ হাসিনা প্রশাসন।  আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

তালিবানের তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ  স্বীকৃতি দিচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে সে দেশের  বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম বলেন, “আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না।  কারণ, এটি তাদের তত্ত্বাবধায়ক সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এই বিষয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি”।

তবে আফগানিস্তানের  উন্নয়নে  রাষ্ট্রসংঘ বা ইউরোপীয়  ইউনিয়ন  উদ্যোগ নিলে তাতে সমর্থন  করবে বাংলাদেশ।