০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট কোহলি থাকলে বিনোদনের অভাব হয় না: মহেন্দ্র সিং ধোনি

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘বিরাট কোহলি বিনোদনের এক প্যাকেজ’। এই কথা জানালেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবশ্য এক্ষেত্রে মাঠের নয়, মাঠের বাইরের কোহলির কথা বলেছেন।
বিরাট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সবচেয়ে ফিট ক্রিকেটারদের তালিকা তৈরি করলে তাতে তিনি থাকবেন একদম ওপরের দিকে। মাঠে তাঁর আগ্রাসন নিয়ে হামেশাই আলোচনা হতে থাকে।

 

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

কোহলির এই সব গুনগুলি তো সবারই জানা। আর চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে বিরাটের কিছু অজানা গুনের কথা তুলে ধরলেন ধোনি। তিনি বলেন, ‘কোহলি কিন্তু ভালো গায় গায়, ভালো নাচতে পারে। আবার অনেকের গলাও নকল করতে ওস্তাদ বিরাট। ও যদি মুডে থাকে, তা হলে বিনোদনের কোনও অভাব হয় না।’

আরও পড়ুন: বিশ্বক্রিকেটে নতুন দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা

ম্যাচ জয়ের পরে কোহলিকে একাধিক বার নাচতে দেখা গিয়েছে। একবার ‘দ্য কপিল শর্মা শো’য়ে উপস্থিত হয়ে অনিল কাপুর সহ বলিউডের একাধিক তারকাট গলা নকল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন কোহলি। আবার ভালো গানও গাইতে পারেন। ধোনি বলেন, ‘অনেকেই জানে না যে, কোহলির গানের গলা বেশ ভালো।’

আরও পড়ুন: অভিমানী ফারুখ ইঞ্জিনিয়ার, যেখানে বেশিরভাগ সময় খেলেছি, সেই ভারতে পাইনি এমন সম্মান

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট কোহলি থাকলে বিনোদনের অভাব হয় না: মহেন্দ্র সিং ধোনি

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘বিরাট কোহলি বিনোদনের এক প্যাকেজ’। এই কথা জানালেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবশ্য এক্ষেত্রে মাঠের নয়, মাঠের বাইরের কোহলির কথা বলেছেন।
বিরাট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সবচেয়ে ফিট ক্রিকেটারদের তালিকা তৈরি করলে তাতে তিনি থাকবেন একদম ওপরের দিকে। মাঠে তাঁর আগ্রাসন নিয়ে হামেশাই আলোচনা হতে থাকে।

 

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

কোহলির এই সব গুনগুলি তো সবারই জানা। আর চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে বিরাটের কিছু অজানা গুনের কথা তুলে ধরলেন ধোনি। তিনি বলেন, ‘কোহলি কিন্তু ভালো গায় গায়, ভালো নাচতে পারে। আবার অনেকের গলাও নকল করতে ওস্তাদ বিরাট। ও যদি মুডে থাকে, তা হলে বিনোদনের কোনও অভাব হয় না।’

আরও পড়ুন: বিশ্বক্রিকেটে নতুন দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা

ম্যাচ জয়ের পরে কোহলিকে একাধিক বার নাচতে দেখা গিয়েছে। একবার ‘দ্য কপিল শর্মা শো’য়ে উপস্থিত হয়ে অনিল কাপুর সহ বলিউডের একাধিক তারকাট গলা নকল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন কোহলি। আবার ভালো গানও গাইতে পারেন। ধোনি বলেন, ‘অনেকেই জানে না যে, কোহলির গানের গলা বেশ ভালো।’

আরও পড়ুন: অভিমানী ফারুখ ইঞ্জিনিয়ার, যেখানে বেশিরভাগ সময় খেলেছি, সেই ভারতে পাইনি এমন সম্মান