০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিঘা পুনর্গঠনে ৩ দফায় কাজ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি মোবাইল ভ্যান প্রদান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে যাওয়া দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ উপকূলীয় অঞ্চলগুলি পুনর্গঠনে আগেই ব্লু-প্রিন্ট ছকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত তা সম্পন্ন করার জন্য তিন ধাপে কাজের কথা ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার তারই প্রথম ধাপ হিসেবে দিঘা সৈকতে ঘূর্ণিঝড়ের দাপটে সম্পূর্ণ ধসে পড়া দোকানগুলি ফের চালুর জন্য ৫২টি মোবাইল ভেন্ডিং কার তুলে দেওয়া হল ব্যবসায়ীদের। 

আরও পড়ুন:   কাজ চলাকালীন ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত ৬ শ্রমিক

নবান্ন থেকে ভার্চুয়ালি ব্যবসায়ীদের সেসব প্রদান করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, মহকুমা শাসকের হাত থেকে সুসজ্জিত, নতুন ভ্যানগুলি নিলেন ব্যবসায়ীরা। নতুনভাবে ফের সৈকত পসরা সাজিয়ে তাঁরা বসতে পারবেন, সরকারি মোবাইল ভ্যান পেয়ে আশায় নতুন করে বুক বাঁধলেন তাঁরা। দোকানপাট ভেসে গিয়েছে জলের স্রোতে, রাস্তা ভেঙে গিয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। তাঁদের জন্য দ্রুততার সঙ্গে পুনর্গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এবার দ্রুত তিন ধাপে সেই কাজ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপে যাতে ব্যবসায়ীরা ফের দ্রুত কাজে ফিরতে পারেন, তার জন্য ৫২ টি মোবাইল ভ্যান প্রদানের সূচনা করে দিলেন তিনি। পরবর্তী ধাপে আরও ৩০টি প্রকল্প হবে।

আরও পড়ুন: কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যে সবুজসাথীর সাইকেল দেওয়ার কাজ শেষ করার নির্দেশ নবান্নের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিঘা পুনর্গঠনে ৩ দফায় কাজ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি মোবাইল ভ্যান প্রদান

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে যাওয়া দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ উপকূলীয় অঞ্চলগুলি পুনর্গঠনে আগেই ব্লু-প্রিন্ট ছকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত তা সম্পন্ন করার জন্য তিন ধাপে কাজের কথা ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার তারই প্রথম ধাপ হিসেবে দিঘা সৈকতে ঘূর্ণিঝড়ের দাপটে সম্পূর্ণ ধসে পড়া দোকানগুলি ফের চালুর জন্য ৫২টি মোবাইল ভেন্ডিং কার তুলে দেওয়া হল ব্যবসায়ীদের। 

আরও পড়ুন:   কাজ চলাকালীন ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত ৬ শ্রমিক

নবান্ন থেকে ভার্চুয়ালি ব্যবসায়ীদের সেসব প্রদান করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, মহকুমা শাসকের হাত থেকে সুসজ্জিত, নতুন ভ্যানগুলি নিলেন ব্যবসায়ীরা। নতুনভাবে ফের সৈকত পসরা সাজিয়ে তাঁরা বসতে পারবেন, সরকারি মোবাইল ভ্যান পেয়ে আশায় নতুন করে বুক বাঁধলেন তাঁরা। দোকানপাট ভেসে গিয়েছে জলের স্রোতে, রাস্তা ভেঙে গিয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। তাঁদের জন্য দ্রুততার সঙ্গে পুনর্গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এবার দ্রুত তিন ধাপে সেই কাজ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপে যাতে ব্যবসায়ীরা ফের দ্রুত কাজে ফিরতে পারেন, তার জন্য ৫২ টি মোবাইল ভ্যান প্রদানের সূচনা করে দিলেন তিনি। পরবর্তী ধাপে আরও ৩০টি প্রকল্প হবে।

আরও পড়ুন: কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যে সবুজসাথীর সাইকেল দেওয়ার কাজ শেষ করার নির্দেশ নবান্নের