বঙ্গের ছয় জেলায় আগাম দুর্যোগের সতর্কতা জারি

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 133
পুবের কলম ওয়েবডেস্ক : দক্ষিণবঙ্গে আপাতভাবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর, বঙ্গের ছয় জেলায় আগাম দুর্যোগের সতর্কতা জারি করেছে। কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় একই আবহাওয়া থাকবে। সেইসঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আবহাওয়ার এমন পরিবর্তন। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হয়ে রয়েছে। মৎস্যজীবীদের জন্য আগামী ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গ কিছুটা রেহাই পেলেও, এখনই রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার ও দার্জিলিঙ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।