১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হুমায়ুন কবিরকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে শর্ত

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 172

        হুমায়ুন কবিরকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি

পুবের কলম প্রতিবেদক: বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার তৃণমূলের পরিষদীয় দলের সামনে হাজির হতে হল হুমায়ুন কবীরকে। এদিন কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভরতপুরের বিধায়ক। কমিটির আহবায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুন কবিরকে জানিয়ে দেন দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলতে হবে। মানতে হবে তিন শর্ত।

 

প্রথমত সংবিধান বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা যাবে না। তৃতীয়ত কোনও বক্তব্য থাকল তা দলের অন্দরে জানাতে হবে। পাবলিক প্লেসে এই সম্পর্কিত কোনও কথা বলা যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের বেঁধে দেওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন কবীর।

এদিন শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানাতে না চাইলেও বলেন, আলোচনা ভালো হয়েছে। আমাকে আমার কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তবে সোমবারের পর মঙ্গলবার হুমায়ুনের গলার ঝাঁঝ অনেক কমেছে। মঙ্গলবার তিনি জানান, শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে অনুসরণ করে চলব।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুমায়ুন কবিরকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে শর্ত

আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার

        হুমায়ুন কবিরকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি

পুবের কলম প্রতিবেদক: বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার তৃণমূলের পরিষদীয় দলের সামনে হাজির হতে হল হুমায়ুন কবীরকে। এদিন কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভরতপুরের বিধায়ক। কমিটির আহবায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুন কবিরকে জানিয়ে দেন দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলতে হবে। মানতে হবে তিন শর্ত।

 

প্রথমত সংবিধান বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা যাবে না। তৃতীয়ত কোনও বক্তব্য থাকল তা দলের অন্দরে জানাতে হবে। পাবলিক প্লেসে এই সম্পর্কিত কোনও কথা বলা যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের বেঁধে দেওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন কবীর।

এদিন শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানাতে না চাইলেও বলেন, আলোচনা ভালো হয়েছে। আমাকে আমার কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তবে সোমবারের পর মঙ্গলবার হুমায়ুনের গলার ঝাঁঝ অনেক কমেছে। মঙ্গলবার তিনি জানান, শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে অনুসরণ করে চলব।