০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অস্বস্তি, ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার
  • / 68

পুবের কলম প্রতিবেদক: বৈশাখের প্রথম টানা তিন সপ্তাহজুড়ে তীব্র দাবদাহে কার্যত জনজীবন বিধ্বস্ত হয়ে গিয়েছিল রাজ্যের একাধিক জেলা। বৈশাখের টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাপ প্রবাহের পর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বৃষ্টিপাতে সাময়িক স্বস্তির পাশাপাশি রাজ্যে ঘটেছিল পারদ পতন।

ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। কিন্তু, আগামী তিন-চার দিন পর থেকে রাজ্যে ফের তাপমাত্রা বাড়বে পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানা গিয়েছে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা সহ দক্ষিণ বঙ্গ জুড়ে চলবে মেঘ-বৃষ্টির লুকোচুরি। আগামী বৃহস্পতিবার থেকেই ফের বাড়বে রাজ্যে তাপ প্রবাহ। ঊর্ধ্বমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদদের আশঙ্কা, জ্যৈষ্ঠ মাসে ফের প্রবল গরমে কাহিল হতে পারে দক্ষিণবঙ্গ।

জানা গিয়েছে, গত রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও ২৩ ডিগ্রির মধ্যেই। চলতি মে মাসে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় এমন মনোরম আবহাওয়া আর দখিনা বাতা্সের ফলে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী।

উল্লেখ্য, দিন কয়েক দিন আগে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলা ছাড়াও মালদা ও দুই দিনাজপুর জেলায় ছিল ভয়াবহ তাপপ্রবাহ। কিন্তু ভয়ঙ্কর ওই তাপ প্রবাহ থেকে রাজ্যকে সাময়িক ভাবে মুক্তি দিয়েছিল ঘুর্ণাবর্ত আর নিম্নচাপ। কিন্তু সেই ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ শক্তি হারাচ্ছে বলেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা ফের উর্ধমুখী হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় শাখার উপ-অধিকর্তা জানান, আগামী বৃহস্পতি-শুক্রবার নাগাদ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনকার তুলনায় আরও তিন ডিগ্রির কাছাকাছি বাড়ার সম্ভাবনা খুব বেশি। যদিও আগামী দিনে তীব্র তাপপ্রবাহ নিয়ে তেমন আশংকা নেই বলেই বলেই মনে করছেন আবহবিদরা। চলতি মে মাসের মাঝামাঝি পর্যায়ে এসে বঙ্গোপসাগর থেকে নিয়মিত ভাবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বলে নতুন করে তাপপ্রবাহর আশঙ্কা কম বলেই মনে করছেন আবহবিদরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্বস্তি, ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা

আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার

পুবের কলম প্রতিবেদক: বৈশাখের প্রথম টানা তিন সপ্তাহজুড়ে তীব্র দাবদাহে কার্যত জনজীবন বিধ্বস্ত হয়ে গিয়েছিল রাজ্যের একাধিক জেলা। বৈশাখের টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাপ প্রবাহের পর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বৃষ্টিপাতে সাময়িক স্বস্তির পাশাপাশি রাজ্যে ঘটেছিল পারদ পতন।

ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। কিন্তু, আগামী তিন-চার দিন পর থেকে রাজ্যে ফের তাপমাত্রা বাড়বে পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানা গিয়েছে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা সহ দক্ষিণ বঙ্গ জুড়ে চলবে মেঘ-বৃষ্টির লুকোচুরি। আগামী বৃহস্পতিবার থেকেই ফের বাড়বে রাজ্যে তাপ প্রবাহ। ঊর্ধ্বমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদদের আশঙ্কা, জ্যৈষ্ঠ মাসে ফের প্রবল গরমে কাহিল হতে পারে দক্ষিণবঙ্গ।

জানা গিয়েছে, গত রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও ২৩ ডিগ্রির মধ্যেই। চলতি মে মাসে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় এমন মনোরম আবহাওয়া আর দখিনা বাতা্সের ফলে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী।

উল্লেখ্য, দিন কয়েক দিন আগে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলা ছাড়াও মালদা ও দুই দিনাজপুর জেলায় ছিল ভয়াবহ তাপপ্রবাহ। কিন্তু ভয়ঙ্কর ওই তাপ প্রবাহ থেকে রাজ্যকে সাময়িক ভাবে মুক্তি দিয়েছিল ঘুর্ণাবর্ত আর নিম্নচাপ। কিন্তু সেই ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ শক্তি হারাচ্ছে বলেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা ফের উর্ধমুখী হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় শাখার উপ-অধিকর্তা জানান, আগামী বৃহস্পতি-শুক্রবার নাগাদ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনকার তুলনায় আরও তিন ডিগ্রির কাছাকাছি বাড়ার সম্ভাবনা খুব বেশি। যদিও আগামী দিনে তীব্র তাপপ্রবাহ নিয়ে তেমন আশংকা নেই বলেই বলেই মনে করছেন আবহবিদরা। চলতি মে মাসের মাঝামাঝি পর্যায়ে এসে বঙ্গোপসাগর থেকে নিয়মিত ভাবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বলে নতুন করে তাপপ্রবাহর আশঙ্কা কম বলেই মনে করছেন আবহবিদরা।