২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 169

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ গত এক বছরে আমেরিকার মাটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বেড়েছে। দেশটির শীর্ষ মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি দলের তৈরি একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এক সংবাদ সম্মেলনে কাউন্সিল অন আমেরিকান, ইসলামিক রিলেশনসের (সিএআইআর) কর্মকর্তারা ‘স্টিল সাসপেক্ট­ দ্য ইমপ্যাক্ট অব স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া’ শিরোনামের প্রতিবেদনের ফলাফলে এ তথ্য জানান। এতে বলা হয়, সিএআইআর গত বছর দেশব্যাপী ৬ হাজার ৭২০টি অভিযোগ পেয়েছিল। এর মধ্যে অভিবাসন, ভ্রমণ বৈষম্য, ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা, বাক স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনাসহ বিভিন্ন বিষয় জড়িত ছিল। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, গত বছরের অভিযোগের সংখ্যাটি গত ২৭ বছরের মধ্যে রেকর্ড। এটি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামোফোবিয়া মার্কিন সমাজে প্রসারিত হচ্ছে উল্লেখ করে আওয়াদ বলেন, ইসলামোফোবিয়া এখন আমেরিকার মূলধারায় যুক্ত হয়ে গেছে। আইন, নীতি, রাজনৈতিক ভাষণসহ অন্যান্য ক্ষেত্রে প্রকাশের মাধ্যমে এটি এখন সরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণের মধ্যেও প্রবেশ করেছে।’ সিএআইআর জানায়, ২ হাজার ৮২৩টি অভিবাসন ও ভ্রমণ-সম্পর্কিত অভিযোগ, ৭৪৫টি কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ৫৫৩টি বাসস্থান সম্পর্কিত অভিযোগ, ৩০৮টি ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা সম্পর্কিত অভিযোগ ও ২৭৮টি বন্দি অধিকার সংক্রান্ত অভিযোগ পেয়েছে তারা। প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে মুসলিমদের ওপর সরকারি আইন প্রয়োগকারীদের হয়রানির ঘটনা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শারীরিক নির্যাতন, ঘৃণা ও পক্ষপাতের ঘটনা বেড়েছে ২৮ শতাংশ। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক আওয়াদের বিশ্বাস, মার্কিন সরকার ইসলামোফোবিয়া কমিয়ে আনার মাধ্যমেই এ সমস্যা সমাধান করতে পারে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গত এক বছরে আমেরিকার মাটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বেড়েছে। দেশটির শীর্ষ মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি দলের তৈরি একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এক সংবাদ সম্মেলনে কাউন্সিল অন আমেরিকান, ইসলামিক রিলেশনসের (সিএআইআর) কর্মকর্তারা ‘স্টিল সাসপেক্ট­ দ্য ইমপ্যাক্ট অব স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া’ শিরোনামের প্রতিবেদনের ফলাফলে এ তথ্য জানান। এতে বলা হয়, সিএআইআর গত বছর দেশব্যাপী ৬ হাজার ৭২০টি অভিযোগ পেয়েছিল। এর মধ্যে অভিবাসন, ভ্রমণ বৈষম্য, ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা, বাক স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনাসহ বিভিন্ন বিষয় জড়িত ছিল। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, গত বছরের অভিযোগের সংখ্যাটি গত ২৭ বছরের মধ্যে রেকর্ড। এটি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামোফোবিয়া মার্কিন সমাজে প্রসারিত হচ্ছে উল্লেখ করে আওয়াদ বলেন, ইসলামোফোবিয়া এখন আমেরিকার মূলধারায় যুক্ত হয়ে গেছে। আইন, নীতি, রাজনৈতিক ভাষণসহ অন্যান্য ক্ষেত্রে প্রকাশের মাধ্যমে এটি এখন সরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণের মধ্যেও প্রবেশ করেছে।’ সিএআইআর জানায়, ২ হাজার ৮২৩টি অভিবাসন ও ভ্রমণ-সম্পর্কিত অভিযোগ, ৭৪৫টি কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ৫৫৩টি বাসস্থান সম্পর্কিত অভিযোগ, ৩০৮টি ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা সম্পর্কিত অভিযোগ ও ২৭৮টি বন্দি অধিকার সংক্রান্ত অভিযোগ পেয়েছে তারা। প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে মুসলিমদের ওপর সরকারি আইন প্রয়োগকারীদের হয়রানির ঘটনা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শারীরিক নির্যাতন, ঘৃণা ও পক্ষপাতের ঘটনা বেড়েছে ২৮ শতাংশ। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক আওয়াদের বিশ্বাস, মার্কিন সরকার ইসলামোফোবিয়া কমিয়ে আনার মাধ্যমেই এ সমস্যা সমাধান করতে পারে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ