১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাহে রমযানে কুরআন প্রচার নিয়ে স্টাডি সার্কেলের আলোচনাসভা

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
  • / 129

শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ বক্তব্য রাখছেন আহমদ হাসান ইমরান। রয়েছেন জনাব হায়দার আলি, শাহ আলম, রাকিব হক প্রমুখ

পুবের কলম প্রতিবেদক: আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের শাখা দা কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে ‘কুরআন নাযিলের মাসে রমযানে কুরআন পড়ুন ও কুরআন দ্বারা জীবন গড়ুন’ বিষয় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজ্যের বিভিন্ন জেলা  কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলার প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের ডিরেক্টর মুহাম্মদ শাহ আলম, প্রাক্তন সাংসদ তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, রাজ্য কনভেনর মাওলানা মুহাম্মদ রাকিব হক, আমানতের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ, দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজের আলহাজ হায়দার আলি প্রমুখ।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

দা কুরআন স্টাডি সার্কেলের কাজ সম্পর্কে খসড়া প্রতিবেদন পাঠ করেন মাওলানা মুহাম্মদ রাকিব হক। আগামীদিনে দা কুরআন স্টাডি সার্কেলের কাজের পরিধি কি হবে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুহাম্মদ শাহ আলম। তিনি বলেন, অনুবাদকৃত কুরআন ছাপাতে কমবেশি ১৫০ টাকা খরচ হয়, আমানত ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে যুক্ত আছে।  এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিকসাহায্য করার জন্য অনুরোধ করেন শাহ আলম। রমযান মাসে কুরআন অধ্যয়ন ও প্রচারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা তাহেরুল হক ও মাওলানা জাকির হোসেন। হায়দার আলী সাহেব মেয়েদের কুরআন শেখার উপর গুরুত্ব দেন। মাওলানা জাকির হোসেন বলেন, কুরআন পড়া, কুরআনের অর্থ বুঝতে পারা, কুরআন অন্যের কাছে পৌঁছে দেওয়া এবং কুরআনের আদেশ-নির্দেশ আমল করা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

আহমদ হাসান ইমরান বলেন, পবিত্র কুরআন মূলত হল মানব জাতির হেদায়েতের জন্য। কুরআন সমাজ ও আখেরাতে মুক্তি ও কল্যাণের চাবিকাঠি। পবিত্র কুরআন সবক্ষেত্রে মানুষের পথ চলার নির্দেশনা হিসেবে নাযিল হয়েছে। তিনি প্রস্তাব দেন, জেলার প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালা করতে হবে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

ইঞ্জিনিয়ার হায়দার হোসেন সাহেব ডিজিটাল কুরআন পাঠের কথা উল্লেখ করেন। ইতিমধ্যে দা কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে অনুবাদকৃত কুরআন সারা বাংলায় প্রায় এক লক্ষ ছাপানো ও বিতরণ করা হয়েছে। বিশিষ্ট বুদ্ধিজীবী ও চিন্তাবিদ ও পি শাহও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালউদ্দীন আহমেদ। মুহাম্মদ শাহ আলমের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাহে রমযানে কুরআন প্রচার নিয়ে স্টাডি সার্কেলের আলোচনাসভা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের শাখা দা কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে ‘কুরআন নাযিলের মাসে রমযানে কুরআন পড়ুন ও কুরআন দ্বারা জীবন গড়ুন’ বিষয় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজ্যের বিভিন্ন জেলা  কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলার প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের ডিরেক্টর মুহাম্মদ শাহ আলম, প্রাক্তন সাংসদ তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, রাজ্য কনভেনর মাওলানা মুহাম্মদ রাকিব হক, আমানতের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ, দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজের আলহাজ হায়দার আলি প্রমুখ।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

দা কুরআন স্টাডি সার্কেলের কাজ সম্পর্কে খসড়া প্রতিবেদন পাঠ করেন মাওলানা মুহাম্মদ রাকিব হক। আগামীদিনে দা কুরআন স্টাডি সার্কেলের কাজের পরিধি কি হবে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুহাম্মদ শাহ আলম। তিনি বলেন, অনুবাদকৃত কুরআন ছাপাতে কমবেশি ১৫০ টাকা খরচ হয়, আমানত ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে যুক্ত আছে।  এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিকসাহায্য করার জন্য অনুরোধ করেন শাহ আলম। রমযান মাসে কুরআন অধ্যয়ন ও প্রচারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা তাহেরুল হক ও মাওলানা জাকির হোসেন। হায়দার আলী সাহেব মেয়েদের কুরআন শেখার উপর গুরুত্ব দেন। মাওলানা জাকির হোসেন বলেন, কুরআন পড়া, কুরআনের অর্থ বুঝতে পারা, কুরআন অন্যের কাছে পৌঁছে দেওয়া এবং কুরআনের আদেশ-নির্দেশ আমল করা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

আহমদ হাসান ইমরান বলেন, পবিত্র কুরআন মূলত হল মানব জাতির হেদায়েতের জন্য। কুরআন সমাজ ও আখেরাতে মুক্তি ও কল্যাণের চাবিকাঠি। পবিত্র কুরআন সবক্ষেত্রে মানুষের পথ চলার নির্দেশনা হিসেবে নাযিল হয়েছে। তিনি প্রস্তাব দেন, জেলার প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালা করতে হবে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

ইঞ্জিনিয়ার হায়দার হোসেন সাহেব ডিজিটাল কুরআন পাঠের কথা উল্লেখ করেন। ইতিমধ্যে দা কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে অনুবাদকৃত কুরআন সারা বাংলায় প্রায় এক লক্ষ ছাপানো ও বিতরণ করা হয়েছে। বিশিষ্ট বুদ্ধিজীবী ও চিন্তাবিদ ও পি শাহও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালউদ্দীন আহমেদ। মুহাম্মদ শাহ আলমের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।