প্লাস্টিক মুক্ত দিবস ও বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা হয়ে গেল বহড়ুতে

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 96
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মিশন নির্মল বাংলা করতে প্লাস্টিক মুক্ত দিবস পালন করা হলো বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে। এদিন জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহায়তায় বহড়ু এলাকায় প্লাস্টিক মুক্ত করার বিভিন্ন হোল্ডিং সহ একটি সচেতনতা মূলক পদযাত্রা এলাকা পরিভ্রমন করে।এদিন এই পদযাত্রার মধ্যে দিয়ে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানানো হয়। প্লাস্টিক বর্জনের অঙ্গীকার করা হয়।এদিনের এই পদযাত্রায় স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অংশ নেন জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর রহমান লস্কর, উপপ্রধান সঙ্গীতা মন্ডল সহ একাধিক আধিকারিক বৃন্দ ও সাধারণ মানুষ।
এরপরে বহড়ু গার্লস হাই স্কুলে প্লাস্টিক মুক্ত দিবসের ও বাল্যবিবাহ রোধ করার বিষয়ক একটি আলোচনা সভা হয়। যাতে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর, উপপ্রধান সংগীতা মন্ডল,বহড়ু পঞ্চায়েতের আইসিডিএস এর সুপারভাইজার দীপসা কাঞ্জি, জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে এস পি এইচ এম অঞ্জনা রায়, দীপিকা দত্ত, বহড়ু গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রূপালী মুখার্জী সহ আরো অনেকে। কিভাবে প্লাস্টিক মুক্ত করা যাবে সমাজকে, নিজের বাড়িকে সে বিষয়ে এদিন ছাত্র ছাত্রীদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহ বন্ধ করতে কি কি করণীয় সে বিষয়েও আলোকপাত করা হয় এদিনের এই আলোচনা সভার মধ্যে দিয়ে।