সুন্দরবনের প্রান্তিক মানুষেদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার দুয়ারে ডাক্তার
- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- / 104
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গোসাবা : সুন্দরবনের প্রান্তিক মানুষেদের কাছে সরকারি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শনিবার সুন্দরবনের গোসাবার কর্মতীর্থতে উপস্থিত ছিলেন ক্যালকাটা মেডিক্যাল কলেজের ৩০জন চিকিৎসক।এবারে দুয়ারে ডাক্তার, পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব উদ্যোগ এটি। প্রত্যন্ত গ্রামেগঞ্জেও যাতে মানুষ রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালগুলির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পেতে পারেন তাই ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পটি চালু হলো সুন্দরবনে।
শনিবার গোসাবার কর্মতীর্থে এর আয়োজন করা হয়েছিল। প্রচুর সংখ্যক মানুষ গোসাবার বিভিন্ন দ্বীপ অঞ্চল থেকে এসেছিলেন এই পরিষেবার সুযোগ নিতে।পরিষেবা আগামী দিনে ও চলবে। পরিষেবা পেয়ে খুশি সুন্দরবনের গোসাবার দ্বীপ এলাকার মানুষজন। –