সুস্থভাবে বাঁচতে তামাক বর্জন করতেই হবে, নো-টোবাকো দিবসে বার্তা চিকিৎসকদের

- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 195
পুবের কলম ওয়েবডেস্ক: দিনের পর দিন ক্যানসার বাড়ছে। এর পেছনে অনেক কারণ আছে, তবে সবথেকে বেশি দায়ী তামাক সেবন করা ধুমপান। এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। শুধু তাই নয়, তামাক বর্জন করতেই হবে। না হলে বাকিদের জন্যেও বিপদ ঘটবে।
শনিবার উত্তম মঞ্চে ছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই তামাকের বিপদ নিয়ে এভাবেই আলোচনা করেন বিশিষ্টরা। সমাজে বার্তা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরশিনী মৈত্র, মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার, ডা. দ্বৈপায়ন, ডা. জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. অভয় দে, নেহা আগরওয়াল প্রমুখ।
আলোচনায় চিকিৎসকরা বলেন, পরিসংখ্যান তুলে ধরতে হলে বলতে হয় যে মোট ক্যানসারের মধ্যে ৪০ শতাংশের ক্ষেত্রেই কারণ হচ্ছে তামাক। একজন ধুমপানকারীর পাশাপাশি অন্যরাও ক্ষতির মুখে পড়ে। কলকাতা পুরনিগম, মণিপাল হাসপাতাল ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারাও শপথ গ্রহণ করেন।
তামাক বর্জন ও সমাজকে ক্যানসার-মুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান দেবাশিস কুমার। পুরনিগমের তরফে সচেতনতা ও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়ে থাকে, সে সম্পর্কেও তুলে ধরেন তিনি।
অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, তামাক ও ক্যানসার নিয়ে তাঁর সিনেমা কণ্ঠ ব্যাপক সাড়া ফেলেছিল। মানুষ এই মারণ রোগের ভয়াবহতা নিয়ে বুঝতে পেরেছেন, অনেকেই তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, ডাক্তারার চিকিৎসা করেন, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। আমরা নিজেরা সচেতন হলে ভালোভাবে বাঁচতে পারব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সৌরভ দত্ত ও ডা. রাজু বিশ্বাস।