অশ্লীল ভিডিয়ো কাণ্ডে চাপের মুখে নির্বাচনে লড়বেন না, জানালেন বিজেপি সাংসদ

- আপডেট : ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: অশ্লীল ভিডিয়ো কাণ্ডে প্রবল চাপের মুখে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিদায়ী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত। লোকসভা নির্বাচনে লড়াই না করার কথা জানিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে হিন্দিতে ট্যুইট করে উপেন্দ্র সিং রাওয়াত জানান, নিজেকে নির্দোষ না প্রমাণ করা পর্যন্ত তিনি জনসাধারণের প্রতিনিধি হিসেবে আর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
গত ২ মার্চ বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার তালিকা ঘোষণা করে। ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বারাবাঁকি থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় উপেন্দ্র সিং রাওয়াতের। তার ঠিক একদিন পরে ৩ মার্চ উপেন্দ্র সিং রাওয়াতের এক বিদেশিনীর সঙ্গে অশ্লীল ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। উপেন্দ্র সিং রাওয়াত দাবি করেন, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরেই বিরোধীরা দূরভিসন্ধিমূলক অভিসন্ধি নিয়ে জাল ভিডিয়ো তৈরি করেছে। এই পরিস্থিতিতে একটি এফআইআর দায়ের করেছেন তিনি। রাওয়াতের দাবি, এইআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিপফেক ভিডিয়ো তৈরি করা হয়েছে।