০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাতাল সঙ্গে বিয়ে দেবেন না,অকালে পুত্র হারিয়ে আর্জি মোদির মন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্কঃ বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পুত্র মারা গিয়েছেন। একথা খোলাখুলি স্বীকার করেছেন মোদি সরকারের মন্ত্রী কৌশল কিশোর। ছেলের এমন অকাল প্রয়াণে মুহ্যমান মন্ত্রী দেশবাসীর কাছে আবেদনে বলেছেন, আর যাই করে থাকুন না কেন, ভুলেও মাতাল ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। দয়া করে কেউ মদ খাবেন না। সকলের কাছে আর্জি জানিয়েছেন মোদি সরকারের মন্ত্রী।

শনিবার উত্তরপ্রদেশের লাম্ভুয়া বিধানসভা কেন্দ্রের নেশামুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন দফতরের এই প্রতিমন্ত্রী। সকলের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনে রিকশাচালক কিংবা মুটেমজুরের সঙ্গে বিয়ে দিন, কিন্তু উচ্চপদস্থ সরকারি চাকুরে যদি মাতাল হয়, তবে তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না।’

এই আলোচনা সভায় নিজের ছেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমার পুত্র  আকাশ ২০১৯ সালের অক্টোবর মাসে মারা যায়। কয়েক বছর আগেই আকাশের বিয়ে দিয়েছিলেন মন্ত্রী। আকাশের ২ বছরের শিশুসন্তান রয়েছে। মোদির মন্ত্রী বলেন, ‘‘আমার ছেলের নিয়মিত মদ খাওয়ার অভ্যাস ছিল। প্রায়ই ও বন্ধুদের সঙ্গে মদ্যপান করত। বিয়ে দেওয়ার পরেও ও মদ ছাড়েনি। ওর এমন বদঅভ্যাসের জন্য আমার পুত্রবধূকে অকালে বিধবা হতে হল।’’

তিনি অরো জানান, আমি এবং আমার স্ত্রী হাজার চেষ্টা করেও ওর মদ ছাড়াতে পারেনি। ওকে বাঁচাতে পারিনি। ছেলের এমন পরিণতিতে মন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতা সংগ্রামে লড়াই করে ৭ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু দেশে প্রতি বছর ২০ লক্ষ মানুষ শুধু মদ খেয়েই মারা যাচ্ছেন।’

 

তামাক, সিগারেট এবং বিড়ি প্রায় ৮০  শতাংশ ক্যান্সারের কারণ। মন্ত্রী আরও বলেন, জেলাকে মাদকমুক্ত করতে হলে সকল বিদ্যালয়ে মাদক মুক্ত অভিযান পরিচালনা করতে হবে। সকালের নামাযের (ফজর) সময় শিশুদের এ বিষয়ে পরামর্শ দিতে হবে।


Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাতাল সঙ্গে বিয়ে দেবেন না,অকালে পুত্র হারিয়ে আর্জি মোদির মন্ত্রীর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পুত্র মারা গিয়েছেন। একথা খোলাখুলি স্বীকার করেছেন মোদি সরকারের মন্ত্রী কৌশল কিশোর। ছেলের এমন অকাল প্রয়াণে মুহ্যমান মন্ত্রী দেশবাসীর কাছে আবেদনে বলেছেন, আর যাই করে থাকুন না কেন, ভুলেও মাতাল ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। দয়া করে কেউ মদ খাবেন না। সকলের কাছে আর্জি জানিয়েছেন মোদি সরকারের মন্ত্রী।

শনিবার উত্তরপ্রদেশের লাম্ভুয়া বিধানসভা কেন্দ্রের নেশামুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন দফতরের এই প্রতিমন্ত্রী। সকলের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনে রিকশাচালক কিংবা মুটেমজুরের সঙ্গে বিয়ে দিন, কিন্তু উচ্চপদস্থ সরকারি চাকুরে যদি মাতাল হয়, তবে তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না।’

এই আলোচনা সভায় নিজের ছেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমার পুত্র  আকাশ ২০১৯ সালের অক্টোবর মাসে মারা যায়। কয়েক বছর আগেই আকাশের বিয়ে দিয়েছিলেন মন্ত্রী। আকাশের ২ বছরের শিশুসন্তান রয়েছে। মোদির মন্ত্রী বলেন, ‘‘আমার ছেলের নিয়মিত মদ খাওয়ার অভ্যাস ছিল। প্রায়ই ও বন্ধুদের সঙ্গে মদ্যপান করত। বিয়ে দেওয়ার পরেও ও মদ ছাড়েনি। ওর এমন বদঅভ্যাসের জন্য আমার পুত্রবধূকে অকালে বিধবা হতে হল।’’

তিনি অরো জানান, আমি এবং আমার স্ত্রী হাজার চেষ্টা করেও ওর মদ ছাড়াতে পারেনি। ওকে বাঁচাতে পারিনি। ছেলের এমন পরিণতিতে মন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতা সংগ্রামে লড়াই করে ৭ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু দেশে প্রতি বছর ২০ লক্ষ মানুষ শুধু মদ খেয়েই মারা যাচ্ছেন।’

 

তামাক, সিগারেট এবং বিড়ি প্রায় ৮০  শতাংশ ক্যান্সারের কারণ। মন্ত্রী আরও বলেন, জেলাকে মাদকমুক্ত করতে হলে সকল বিদ্যালয়ে মাদক মুক্ত অভিযান পরিচালনা করতে হবে। সকালের নামাযের (ফজর) সময় শিশুদের এ বিষয়ে পরামর্শ দিতে হবে।