১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুরসভায় করোনা আতঙ্ক! আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার সহ একাধিক পুরকর্মী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 111

পুবের কলম প্রতিবেদকঃ ফের করোনার থাবা কলকাতা পুরসভায়। ফিরে এল ২০২০ র স্মৃতি। আক্রান্ত একাধিক। বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ আসে পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের। করোনা আক্রান্ত হয়েছেন মেয়রের ঘরের আরও এক কর্মী। এই নিয়ে পর পর দুদিন মেয়রের ঘরের দুজন কর্মী আক্রান্ত হলেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পুরসভায়।

 

আরও পড়ুন: ফের বড়সড় দুর্ঘটনা: ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

পুবের কলমের তরফ থেকে স্বপন সমাদ্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান–  বুধবার থেকেই হালকা জ্বরভাব ছিল তাঁর। এছাড়া কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। এরপরেই ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পসিটিভ আসে। সামান্য উপসর্গ থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে– সেদিন আরও পাঁচ পুরকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

সূত্রের খবর,  এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন পুরসভার ২২ থেকে ২৫ জন কর্মী। এদিকে মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দিনই করোনা আক্রান্ত হন ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু ও তাপস রায়। ওইদিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে মেযüর ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরও।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

জানা গিয়েছে,  মঙ্গলবার মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন মেয়রের ঘরে এসেছিলেন সাধনা বসু। সেখানে অনেক্ষণ বসে মেয়রের সঙ্গে গল্প করে গিয়েছেন। এছাড়া– শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে বিশিষ্টদের আসনে মেয়রের সঙ্গেই বসে ছিলেন তাপস রায়। ওইদিন কয়েকজনের সঙ্গে হাতমেলাতেও দেখা যায় তাঁকে। করোনা আক্রান্ত হয়েছেন কাউন্সিলর মনীষা বসুর স্বামী তথা তৃণমূল নেতা দেবাশিস বসুও–  শপথ গ্রহণের দিন পুরসভায় উপস্থিত ছিলেন তিনিও। অন্যদিকে–  মেয়রের ঘরে কর্মরত যে ডাটা এন্ট্রি অপারেটর আক্রান্ত হয়েছেন তিনি মঙ্গলবারের অনুষ্ঠানের দায়িত্বে থাকায় পুরভবনের প্রায় সর্বত্রই ঘুরে বেড়িয়েছেন।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পুরসভার মূল ভবনে। কারণ যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা প্রত্যেকেই মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন পুর ভবনের বিভিন্ন কক্ষে গিয়েছিলেন। তারপর থেকেই ভয় ছড়িয়েছিল গোষ্ঠী সংক্রমণের। বৃহস্পতিবার নতুন করে কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পুরকর্মীরা।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরসভায় করোনা আতঙ্ক! আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার সহ একাধিক পুরকর্মী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ ফের করোনার থাবা কলকাতা পুরসভায়। ফিরে এল ২০২০ র স্মৃতি। আক্রান্ত একাধিক। বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ আসে পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের। করোনা আক্রান্ত হয়েছেন মেয়রের ঘরের আরও এক কর্মী। এই নিয়ে পর পর দুদিন মেয়রের ঘরের দুজন কর্মী আক্রান্ত হলেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পুরসভায়।

 

আরও পড়ুন: ফের বড়সড় দুর্ঘটনা: ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

পুবের কলমের তরফ থেকে স্বপন সমাদ্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান–  বুধবার থেকেই হালকা জ্বরভাব ছিল তাঁর। এছাড়া কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। এরপরেই ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পসিটিভ আসে। সামান্য উপসর্গ থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে– সেদিন আরও পাঁচ পুরকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

সূত্রের খবর,  এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন পুরসভার ২২ থেকে ২৫ জন কর্মী। এদিকে মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দিনই করোনা আক্রান্ত হন ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু ও তাপস রায়। ওইদিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে মেযüর ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরও।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

জানা গিয়েছে,  মঙ্গলবার মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন মেয়রের ঘরে এসেছিলেন সাধনা বসু। সেখানে অনেক্ষণ বসে মেয়রের সঙ্গে গল্প করে গিয়েছেন। এছাড়া– শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে বিশিষ্টদের আসনে মেয়রের সঙ্গেই বসে ছিলেন তাপস রায়। ওইদিন কয়েকজনের সঙ্গে হাতমেলাতেও দেখা যায় তাঁকে। করোনা আক্রান্ত হয়েছেন কাউন্সিলর মনীষা বসুর স্বামী তথা তৃণমূল নেতা দেবাশিস বসুও–  শপথ গ্রহণের দিন পুরসভায় উপস্থিত ছিলেন তিনিও। অন্যদিকে–  মেয়রের ঘরে কর্মরত যে ডাটা এন্ট্রি অপারেটর আক্রান্ত হয়েছেন তিনি মঙ্গলবারের অনুষ্ঠানের দায়িত্বে থাকায় পুরভবনের প্রায় সর্বত্রই ঘুরে বেড়িয়েছেন।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পুরসভার মূল ভবনে। কারণ যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা প্রত্যেকেই মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন পুর ভবনের বিভিন্ন কক্ষে গিয়েছিলেন। তারপর থেকেই ভয় ছড়িয়েছিল গোষ্ঠী সংক্রমণের। বৃহস্পতিবার নতুন করে কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পুরকর্মীরা।