০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রেল স্টেশন-প্ল্যাটফর্মের ছবি তোলায় ব্লগার, ইউটিউবারদের বিরত থাকার আহ্বান জানাল পূর্ব রেল

চামেলি দাস
  • আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 144

পুবের কলম ওয়েবডেস্ক: নিরাপত্তার কথা ভেবেই এবার রেল স্টেশনের প্ল্যাটফর্ম সহ রেলের গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা ভিডিয়ো না তোলার আহ্বান জানিয়েছে পূর্ব রেল। চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তার কথা ভেবেই পূর্ব রেল ব্লগার এবং ইউটিউবারদের স্টেশনের বিস্তারিত ছবি বা ভিডিয়ো তোলা থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন এবং জংশনগুলিতে কোনও ব্লগার বা ইউটিউবার যেন রেলের অনুমতি ছাড়া ছবি বা ভিডিয়োগ্রাফি না করতে পারেন তার জন্য কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। দেশের সংবেদনশীল তথ্য শেয়ার করার অভিযোগে অভিযুক্ত এক ইউটিউবারকে গ্রেফতারের পরেই রেলওয়ে স্টেশন চত্ত্বরে ছবি তোলা এবং ভিডিয়োগ্রাফির উপর বিদ্যমান বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে বলে জানান পূর্ব রেলের এক আধিকারিক।

আরও পড়ুন: Sealdah Division-এ কি AC লোকাল? কি বললেন রেল আধিকারিক

পূর্ব রেলের এক আধিকারিক জানান, পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পরেই বিভিন্ন স্টেশন প্রাঙ্গণ এবং প্ল্যাটফর্মের ছবি বা ভিডিয়ো তোলার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন, আমরা উদ্ভূত পরিস্থিতি এবং দেশজুড়ে নিরাপত্তা সতর্কতার সঙ্গে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: বর্ধমান স্টেশনের ঘটনায় সহায়তা কেন্দ্র খোলা হলো হাওড়া স্টেশনে

নয়া সিদ্ধান্তের ব্যাপারে পূর্ব রেলের মুখপাত্র বলেন, কিছু ব্লগার এবং ইউটিউবার বিভিন্ন রেল স্টেশনের ভিডিয়ো ব্লগ তোলার চেষ্টা করে, যা খুবই উদ্বেগজনক। ব্লগার এবং ইউটিউবারদের প্রতি আমাদের অনুরোধ হল এই ধরনের কার্যকলাপ আর না করার জন্য। নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না বলে চাপ প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, ‘এই ধরনের বিধিনিষেধ সবসময়ই ছিল।

আরও পড়ুন: অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ত্রিস্তরীয় কারশেডের উদ্বোধন হাওড়ায়

শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা স্টেশন প্রাঙ্গণের ছবি তুলতে পারলেও কোনও সাধারণ মানুষের তা করার অনুমতি নেই। সম্প্রতি হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা শিয়ালদহ স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির, ব্যারাকপুর, শিলিগুড়ির করনেশন ব্রিজ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন স্থানের ছবি, ভিডিয়ো সহ একাধিক ব্লগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেল স্টেশন-প্ল্যাটফর্মের ছবি তোলায় ব্লগার, ইউটিউবারদের বিরত থাকার আহ্বান জানাল পূর্ব রেল

আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিরাপত্তার কথা ভেবেই এবার রেল স্টেশনের প্ল্যাটফর্ম সহ রেলের গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা ভিডিয়ো না তোলার আহ্বান জানিয়েছে পূর্ব রেল। চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তার কথা ভেবেই পূর্ব রেল ব্লগার এবং ইউটিউবারদের স্টেশনের বিস্তারিত ছবি বা ভিডিয়ো তোলা থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন এবং জংশনগুলিতে কোনও ব্লগার বা ইউটিউবার যেন রেলের অনুমতি ছাড়া ছবি বা ভিডিয়োগ্রাফি না করতে পারেন তার জন্য কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। দেশের সংবেদনশীল তথ্য শেয়ার করার অভিযোগে অভিযুক্ত এক ইউটিউবারকে গ্রেফতারের পরেই রেলওয়ে স্টেশন চত্ত্বরে ছবি তোলা এবং ভিডিয়োগ্রাফির উপর বিদ্যমান বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে বলে জানান পূর্ব রেলের এক আধিকারিক।

আরও পড়ুন: Sealdah Division-এ কি AC লোকাল? কি বললেন রেল আধিকারিক

পূর্ব রেলের এক আধিকারিক জানান, পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পরেই বিভিন্ন স্টেশন প্রাঙ্গণ এবং প্ল্যাটফর্মের ছবি বা ভিডিয়ো তোলার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন, আমরা উদ্ভূত পরিস্থিতি এবং দেশজুড়ে নিরাপত্তা সতর্কতার সঙ্গে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: বর্ধমান স্টেশনের ঘটনায় সহায়তা কেন্দ্র খোলা হলো হাওড়া স্টেশনে

নয়া সিদ্ধান্তের ব্যাপারে পূর্ব রেলের মুখপাত্র বলেন, কিছু ব্লগার এবং ইউটিউবার বিভিন্ন রেল স্টেশনের ভিডিয়ো ব্লগ তোলার চেষ্টা করে, যা খুবই উদ্বেগজনক। ব্লগার এবং ইউটিউবারদের প্রতি আমাদের অনুরোধ হল এই ধরনের কার্যকলাপ আর না করার জন্য। নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না বলে চাপ প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, ‘এই ধরনের বিধিনিষেধ সবসময়ই ছিল।

আরও পড়ুন: অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ত্রিস্তরীয় কারশেডের উদ্বোধন হাওড়ায়

শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা স্টেশন প্রাঙ্গণের ছবি তুলতে পারলেও কোনও সাধারণ মানুষের তা করার অনুমতি নেই। সম্প্রতি হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা শিয়ালদহ স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির, ব্যারাকপুর, শিলিগুড়ির করনেশন ব্রিজ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন স্থানের ছবি, ভিডিয়ো সহ একাধিক ব্লগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।