২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘জঙ্গল-রাজ’ চলছে যোগীরাজ্যে, মা-বোনেরা প্রকাশ্যে খুন হচ্ছে: রাহুল গান্ধি

ইমামা খাতুন
  • আপডেট : ১ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 37

পুবের কলম,ওয়েবডেস্ক:  ‘ডাবল ইঞ্জিন’ সরকারের নামে ‘জঙ্গল রাজ’ চলছে  যোগীরাজ্যে । বলা বাহুল্য, উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা শুধু দেশ নয়, বিশ্বের কাছে উদাহরণ। যোগী শাসনামলে ঘুন, ডাকাতির মতো ঘটনা তলানিতে ঠেকেছে, ফিরেছে সুশাসন। বরাবরই এমনটাই শোনা যায় যোগী আদিত্যনাথের মুখে। অথচ মহিলা বিশেষ করে দলিত, ও নিম্ন বর্গের মানুষদের ওপর বেড়ে চলেছে লাগামছাড়া অপরাধ। বুধবার রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি নিয়ে যোগী আদিত্যনাথ’কে একচোট আক্রমণ শানান রাহুল গান্ধি।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে রাহুল এদিন জানান, ডাবল ইঞ্জিন সরকার কেমন? তা জানতে চাইলে উত্তরপ্রদেশকে দেখুন।  সুশাসন নয় চলছে ‘অপশাসনের’ রাজত্ব। ধর্ষণের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে সংশ্লিষ্ট রাজ্য।  মা-বোনেরা সারাক্ষণ ত্রস্ত হয়ে থাকে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রতিনিয়ত হচ্ছে এবং তা ক্রমান্বয়ে বেড়েই  চলেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আর এসব দেখে রাজ্য সরকার হাত গুটিয়ে বসে রয়েছে।অপরাধীদের যেখানে জেলে থাকা উচিত, সেখানে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং অপরাধ করছে। অথচ ‘মোদি-মিডিয়া’-র যুগে বেশিরভাগ সত্য ঘটনা চাপা পড়ে যাচ্ছে। আপনারা উত্তরপ্রদেশে যান। ঘুরে আসুন। নিজেরাই বুঝবেন সব।

সম্প্রতি কানপুরে দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ গাছ থেকে উদ্ধার হয়েছে। জানা গেছে, গণধর্ষণ করা হয়েছিল তাদের। এমনকি ধর্ষণ করার পর সেই পাশবিক অত্যাচারের ভিডিয়ো করেছিল অভিযুক্তরা। লজ্জায় আত্মহননের পথ বেছে নেন তাঁরা।  কখনও আইআইটি ক্যম্পাসে ধর্ষণ তো কখনও ভিড় রাস্তায় শ্লীলতাহানি। যোগী রাজ্যে এই সব ঘটনা এখন রুটিনে পরিণত হয়েছে।

আম্বেদকরের হোর্ডিং লাগানো নিয়ে দলিত যুবক সুমেশের খুনের বিরুদ্ধেও সুর চড়ান তিন। জানান, সময় এসেছে মোদি মিডিয়ার তৈরি করা ‘ফলস ন্যারেটিভ’-এর দুনিয়া থেকে বের হয়ে ডাবল ইঞ্জিন সরকারের আসল চিত্রটা সর্বসমক্ষে নিয়ে আসা। যা মিডিয়া করেনি তা কংগ্রেস করবে।

ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের উন্নয়ন হবে, বিকাশ হবে দ্রুত, মোদিজি  নির্বাচনী সভায় গিয়ে এ কথা হামেশায় বলে থাকেন। দিল্লিতে এবং রাজ্যে যদি একই দল সরকারে থাকে, তাহলেই রাজ্যের উন্নতি হবে, না হলে নয়।  অথচ উত্তরপ্রদেশ কেই দেখুন। কতটা উন্নতি হয়েছে। নিরাপদে হাঁটাচলা দুষ্কর হয়ে গেছে। সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। আপনারাই আমাদের বল। একসঙ্গে লড়তে হবে।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘জঙ্গল-রাজ’ চলছে যোগীরাজ্যে, মা-বোনেরা প্রকাশ্যে খুন হচ্ছে: রাহুল গান্ধি

আপডেট : ১ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  ‘ডাবল ইঞ্জিন’ সরকারের নামে ‘জঙ্গল রাজ’ চলছে  যোগীরাজ্যে । বলা বাহুল্য, উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা শুধু দেশ নয়, বিশ্বের কাছে উদাহরণ। যোগী শাসনামলে ঘুন, ডাকাতির মতো ঘটনা তলানিতে ঠেকেছে, ফিরেছে সুশাসন। বরাবরই এমনটাই শোনা যায় যোগী আদিত্যনাথের মুখে। অথচ মহিলা বিশেষ করে দলিত, ও নিম্ন বর্গের মানুষদের ওপর বেড়ে চলেছে লাগামছাড়া অপরাধ। বুধবার রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি নিয়ে যোগী আদিত্যনাথ’কে একচোট আক্রমণ শানান রাহুল গান্ধি।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে রাহুল এদিন জানান, ডাবল ইঞ্জিন সরকার কেমন? তা জানতে চাইলে উত্তরপ্রদেশকে দেখুন।  সুশাসন নয় চলছে ‘অপশাসনের’ রাজত্ব। ধর্ষণের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে সংশ্লিষ্ট রাজ্য।  মা-বোনেরা সারাক্ষণ ত্রস্ত হয়ে থাকে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রতিনিয়ত হচ্ছে এবং তা ক্রমান্বয়ে বেড়েই  চলেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আর এসব দেখে রাজ্য সরকার হাত গুটিয়ে বসে রয়েছে।অপরাধীদের যেখানে জেলে থাকা উচিত, সেখানে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং অপরাধ করছে। অথচ ‘মোদি-মিডিয়া’-র যুগে বেশিরভাগ সত্য ঘটনা চাপা পড়ে যাচ্ছে। আপনারা উত্তরপ্রদেশে যান। ঘুরে আসুন। নিজেরাই বুঝবেন সব।

সম্প্রতি কানপুরে দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ গাছ থেকে উদ্ধার হয়েছে। জানা গেছে, গণধর্ষণ করা হয়েছিল তাদের। এমনকি ধর্ষণ করার পর সেই পাশবিক অত্যাচারের ভিডিয়ো করেছিল অভিযুক্তরা। লজ্জায় আত্মহননের পথ বেছে নেন তাঁরা।  কখনও আইআইটি ক্যম্পাসে ধর্ষণ তো কখনও ভিড় রাস্তায় শ্লীলতাহানি। যোগী রাজ্যে এই সব ঘটনা এখন রুটিনে পরিণত হয়েছে।

আম্বেদকরের হোর্ডিং লাগানো নিয়ে দলিত যুবক সুমেশের খুনের বিরুদ্ধেও সুর চড়ান তিন। জানান, সময় এসেছে মোদি মিডিয়ার তৈরি করা ‘ফলস ন্যারেটিভ’-এর দুনিয়া থেকে বের হয়ে ডাবল ইঞ্জিন সরকারের আসল চিত্রটা সর্বসমক্ষে নিয়ে আসা। যা মিডিয়া করেনি তা কংগ্রেস করবে।

ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের উন্নয়ন হবে, বিকাশ হবে দ্রুত, মোদিজি  নির্বাচনী সভায় গিয়ে এ কথা হামেশায় বলে থাকেন। দিল্লিতে এবং রাজ্যে যদি একই দল সরকারে থাকে, তাহলেই রাজ্যের উন্নতি হবে, না হলে নয়।  অথচ উত্তরপ্রদেশ কেই দেখুন। কতটা উন্নতি হয়েছে। নিরাপদে হাঁটাচলা দুষ্কর হয়ে গেছে। সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। আপনারাই আমাদের বল। একসঙ্গে লড়তে হবে।