০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা মহিলার হার্টের জটিল অপারেশন করে নজির ডাঃ নুরুলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 30

আবদুল ওদুদঃ এক অন্তঃসত্ত্বা  মহিলার রেডিয়েশন ছাড়াই হার্টের জটিল অপরেশন করে নজির গড়লেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম। ৫ মাসের অন্তঃসত্বা ওই মহিলার বাড়ি নদিয়ার পলাশির জানকীনগরে। পরিবার সূত্রে জানা যায়, আখতার জাহান রুমি নামে ওই মহিলা ৫ মাসের অন্তঃস্বত্বা। দীর্ঘদিন থেকে হার্টের সমস্যা ছিল। কিন্তু আগে খুব অসুবিধা হত না,দ্বিতীয় সন্তান পেটে আসার পর সমস্যা আরও বাড়তে থাকে। ফলে প্রচন্ড শ্বাসকষ্ট হত। হার্টের স্পিড মিনিটে ১৫০-১৪০ পর্যন্ত উঠত। প্রচন্ড কাঁপতে শুরু করতেন। এই পরিস্থিতিতে অনেক চিকিৎসককে দেখানো হয়। কিন্তু কেউ ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করতে রাজি হয়নি। কিছুদিন আগে ডা. নুরুল ইসলামের শরণাপন্ন হয়। বহরমপুরের চেম্বারেû আখতার জাহান রুমির চিকিৎসা করেন তিনি। এর পর তাঁকে দুর্গাপুর হেল্থওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসা করার ব্যবস্থা করেন। চিকিৎসকের পরামর্শ মতো গত মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার হার্টের অপারেশন হয়। বৃহস্পতিবার রোগীকে ছুটি দেওয়া হয়।

হার্টরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানিয়েছেন, ওই মহিলার মাইক্রো-সার্জারি করে অপারেশন হয়েছে। তাঁর দেহের ভাল্বে  ফুটো ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ওই ধরনে অপারেশন খুবই জটিল। তারপর ওই মহিলা হাই প্রেসারের রোগী। কোনওভাবে রেডিয়েশন দেওয়া যাবে না তাকে। তিনি বিনা রেডিয়েশনে অপারেশন করেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

ডা. নুরুল বলেন,  এই সব আল্লাহ্ রাব্বুল আল-আমিনের জন্য। তাঁর ইচ্ছে না থাকলে কোনও কিছুই সম্ভব নয়। বর্তমানে রোগী ভালো আছেন। বৃহস্পতিবার তাঁর ছুটি হয়েছে। এখন তিনি অনেকটাই স্বাভাবিক। তিনি আগের মতোই এখন চলাফেরা করতে পারবেন।

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ডা. নুরুল ইসলাম আরও জানান। কোনও অন্তঃসত্ত্বা মহিলার রেডিয়েশন দিয়ে অপারেশন করা হয় না। আধুনিক চিকিৎসা জগতে এই ধরনের রেডিয়েশন রোগীর জন্য অত্যন্ত কার্যকরী। কিন্তু মহিলাটি অন্তঃসত্ত্বা হওয়ায় মাইক্রোসার্জারি করা হয়। আর তাতেই সাফল্য মেলে। তিনি বলেন, রেডিয়েশন ছাড়াই এই সাফল্যের  জন্য সবার আগে আল্লাহর সুদৃষ্টি ছাড়া সম্ভব নয়। তাছাড়া হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের চিকিৎসক এবং কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ। পুরো টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় এই সাফল্য এসেছে।

আরও পড়ুন: চলতি বছরের জুন পর্যন্ত জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২৭ জঙ্গি

রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের কাছে আমরা কৃতজ্ঞ। কলকাতা সহ অন্যান্য হাসপাতাল ঘুরে বেড়িয়েছি, কিন্তু অনেক হাইরিস্কের কারণে রাজি হয়নি। আবার অনেকে খরচের যা আকাশ-ছোঁয়া এবং আমাদের সাধ্যের বাইরে। অপারেশনের পর  রোগী ভালো আছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্তঃসত্ত্বা মহিলার হার্টের জটিল অপারেশন করে নজির ডাঃ নুরুলের

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

আবদুল ওদুদঃ এক অন্তঃসত্ত্বা  মহিলার রেডিয়েশন ছাড়াই হার্টের জটিল অপরেশন করে নজির গড়লেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম। ৫ মাসের অন্তঃসত্বা ওই মহিলার বাড়ি নদিয়ার পলাশির জানকীনগরে। পরিবার সূত্রে জানা যায়, আখতার জাহান রুমি নামে ওই মহিলা ৫ মাসের অন্তঃস্বত্বা। দীর্ঘদিন থেকে হার্টের সমস্যা ছিল। কিন্তু আগে খুব অসুবিধা হত না,দ্বিতীয় সন্তান পেটে আসার পর সমস্যা আরও বাড়তে থাকে। ফলে প্রচন্ড শ্বাসকষ্ট হত। হার্টের স্পিড মিনিটে ১৫০-১৪০ পর্যন্ত উঠত। প্রচন্ড কাঁপতে শুরু করতেন। এই পরিস্থিতিতে অনেক চিকিৎসককে দেখানো হয়। কিন্তু কেউ ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করতে রাজি হয়নি। কিছুদিন আগে ডা. নুরুল ইসলামের শরণাপন্ন হয়। বহরমপুরের চেম্বারেû আখতার জাহান রুমির চিকিৎসা করেন তিনি। এর পর তাঁকে দুর্গাপুর হেল্থওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসা করার ব্যবস্থা করেন। চিকিৎসকের পরামর্শ মতো গত মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার হার্টের অপারেশন হয়। বৃহস্পতিবার রোগীকে ছুটি দেওয়া হয়।

হার্টরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানিয়েছেন, ওই মহিলার মাইক্রো-সার্জারি করে অপারেশন হয়েছে। তাঁর দেহের ভাল্বে  ফুটো ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ওই ধরনে অপারেশন খুবই জটিল। তারপর ওই মহিলা হাই প্রেসারের রোগী। কোনওভাবে রেডিয়েশন দেওয়া যাবে না তাকে। তিনি বিনা রেডিয়েশনে অপারেশন করেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

ডা. নুরুল বলেন,  এই সব আল্লাহ্ রাব্বুল আল-আমিনের জন্য। তাঁর ইচ্ছে না থাকলে কোনও কিছুই সম্ভব নয়। বর্তমানে রোগী ভালো আছেন। বৃহস্পতিবার তাঁর ছুটি হয়েছে। এখন তিনি অনেকটাই স্বাভাবিক। তিনি আগের মতোই এখন চলাফেরা করতে পারবেন।

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ডা. নুরুল ইসলাম আরও জানান। কোনও অন্তঃসত্ত্বা মহিলার রেডিয়েশন দিয়ে অপারেশন করা হয় না। আধুনিক চিকিৎসা জগতে এই ধরনের রেডিয়েশন রোগীর জন্য অত্যন্ত কার্যকরী। কিন্তু মহিলাটি অন্তঃসত্ত্বা হওয়ায় মাইক্রোসার্জারি করা হয়। আর তাতেই সাফল্য মেলে। তিনি বলেন, রেডিয়েশন ছাড়াই এই সাফল্যের  জন্য সবার আগে আল্লাহর সুদৃষ্টি ছাড়া সম্ভব নয়। তাছাড়া হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের চিকিৎসক এবং কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ। পুরো টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় এই সাফল্য এসেছে।

আরও পড়ুন: চলতি বছরের জুন পর্যন্ত জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২৭ জঙ্গি

রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের কাছে আমরা কৃতজ্ঞ। কলকাতা সহ অন্যান্য হাসপাতাল ঘুরে বেড়িয়েছি, কিন্তু অনেক হাইরিস্কের কারণে রাজি হয়নি। আবার অনেকে খরচের যা আকাশ-ছোঁয়া এবং আমাদের সাধ্যের বাইরে। অপারেশনের পর  রোগী ভালো আছেন।