১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আজ লন্ডন সফরে ড. ইউনূস

সুস্মিতা
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 135

পুবের কলম ওয়েবডেস্ক: লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিদেশে পাচার হওয়া অর্থ, বিশেষত লন্ডনে পাঠানো সম্পদের বিষয়ে আলোচনা এই সফরের মূল অগ্রাধিকার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০ থেকে ১৩ জুন এই চার দিনের সফরেই ইউরোপের মাটিতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় দায়িত্বে কোনো আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন ড. ইউনূস।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

সফরের অংশ হিসেবে ১১ জুন তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এরপর, ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওই দিন সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

এদিকে, ইউনূসের সফরকে ঘিরে আলোচনায় উঠে এসেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ এক চিঠিতে লন্ডন সফরের সময় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন। চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তরফে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ তিনি চান।

আরও পড়ুন: এবার থেকে মুক্তিযোদ্ধা নন শেখ মুজিব, সহযোগী শক্তি হিসাবে বিবেচিত হবেন

প্রসঙ্গত, দুদকের অভিযোগে বলা হয়েছে, টিউলিপ ও তাঁর মা শেখ রেহানা বাংলাদেশে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুট সরকারি জমি নিজেদের নামে নিয়েছেন। এ নিয়ে দেশে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ লন্ডন সফরে ড. ইউনূস

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিদেশে পাচার হওয়া অর্থ, বিশেষত লন্ডনে পাঠানো সম্পদের বিষয়ে আলোচনা এই সফরের মূল অগ্রাধিকার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১০ থেকে ১৩ জুন এই চার দিনের সফরেই ইউরোপের মাটিতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় দায়িত্বে কোনো আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন ড. ইউনূস।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

সফরের অংশ হিসেবে ১১ জুন তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এরপর, ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওই দিন সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

এদিকে, ইউনূসের সফরকে ঘিরে আলোচনায় উঠে এসেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ এক চিঠিতে লন্ডন সফরের সময় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন। চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তরফে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ তিনি চান।

আরও পড়ুন: এবার থেকে মুক্তিযোদ্ধা নন শেখ মুজিব, সহযোগী শক্তি হিসাবে বিবেচিত হবেন

প্রসঙ্গত, দুদকের অভিযোগে বলা হয়েছে, টিউলিপ ও তাঁর মা শেখ রেহানা বাংলাদেশে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুট সরকারি জমি নিজেদের নামে নিয়েছেন। এ নিয়ে দেশে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন।