০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন অধরাই, রঞ্জি জয় হল না বাংলার, চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 221

 

 

আরও পড়ুন: আমরা ভালো ফল করার চেষ্টা করব, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী

 

আরও পড়ুন: রঞ্জিতে গোয়ার হয়ে  প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি শচীন পুত্র অর্জুনের

পুবের কলম প্রতিবেদক: না, এবারেও হল না। ফের সেই সৌরাষ্ট্রর কাছে হেরে রঞ্জি জয় অধরাই থেকে গেল মনোজ তেওয়ারিদের। ক্যাপ্টেন মনোজ তেওয়ারির কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। এই রঞ্জি জিতেই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। ইডেনে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটও কথা বলল। কিন্তু শেষ রক্ষা হল না। তিনি ৬৮ রানে ফিরে যাওয়ার পরেই বাংলার সমস্ত আশা শেষ হয়ে গেল। শেষ দিকে শাহবাজ ও ইশান পোড়েল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও হার আটকানো গেল না। শাহবাজ ২৭ ও ইশান পোড়েল ২২ রান করলেন। বাংলা শেষ পর্যন্ত ২৪১ রানে দ্বিতীয় ইনিংস শেষ করল। মাত্র ১০ রানের ব্যবধান পের হতে আর কত সময়ই বা লাগবে? সৌরাষ্ট্রর পক্ষে বেশি সময়ও লাগল না। একটা উইকেট হারিয়েই মাত্র ২.৪ ওভারেই জয়ের রান তুলে নিল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। ৯ উইকেটে বাংলাকে হারিয়ে রঞ্জি জিতল সৌরাষ্ট্র।  ৩৩ বছর পর বাংলার কাছে রঞ্জি জয়ের হাতছানি এলেও বাংলা তা পূরণ করতে ব্যর্থ। ২০১৯ সালে সৌরাষ্ট্রর কাছে হেরেই রঞ্জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিলীন হয়েছিল বাংলার। ফের সেই ট্র্যাজেডি। ফের হার বাংলার। এবার একেবারে খোদ ঘরের মাঠেই।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্ন অধরাই, রঞ্জি জয় হল না বাংলার, চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: আমরা ভালো ফল করার চেষ্টা করব, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী

 

আরও পড়ুন: রঞ্জিতে গোয়ার হয়ে  প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি শচীন পুত্র অর্জুনের

পুবের কলম প্রতিবেদক: না, এবারেও হল না। ফের সেই সৌরাষ্ট্রর কাছে হেরে রঞ্জি জয় অধরাই থেকে গেল মনোজ তেওয়ারিদের। ক্যাপ্টেন মনোজ তেওয়ারির কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। এই রঞ্জি জিতেই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। ইডেনে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটও কথা বলল। কিন্তু শেষ রক্ষা হল না। তিনি ৬৮ রানে ফিরে যাওয়ার পরেই বাংলার সমস্ত আশা শেষ হয়ে গেল। শেষ দিকে শাহবাজ ও ইশান পোড়েল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও হার আটকানো গেল না। শাহবাজ ২৭ ও ইশান পোড়েল ২২ রান করলেন। বাংলা শেষ পর্যন্ত ২৪১ রানে দ্বিতীয় ইনিংস শেষ করল। মাত্র ১০ রানের ব্যবধান পের হতে আর কত সময়ই বা লাগবে? সৌরাষ্ট্রর পক্ষে বেশি সময়ও লাগল না। একটা উইকেট হারিয়েই মাত্র ২.৪ ওভারেই জয়ের রান তুলে নিল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। ৯ উইকেটে বাংলাকে হারিয়ে রঞ্জি জিতল সৌরাষ্ট্র।  ৩৩ বছর পর বাংলার কাছে রঞ্জি জয়ের হাতছানি এলেও বাংলা তা পূরণ করতে ব্যর্থ। ২০১৯ সালে সৌরাষ্ট্রর কাছে হেরেই রঞ্জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিলীন হয়েছিল বাংলার। ফের সেই ট্র্যাজেডি। ফের হার বাংলার। এবার একেবারে খোদ ঘরের মাঠেই।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে