০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী মদ্যপ, শ্বশুরবাড়ির গঞ্জনায় অতিষ্ঠ হয়ে ১৬ দিনের যমজ সন্তানকে খুন মায়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 89

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বামী মদ্যপ, শ্বশুরবাড়ির গঞ্জনায় অতিষ্ঠ হয়ে ১৬ দিনের যমজ শিশুকে খুন করল মা। অভিযুক্ত মায়ের অভিযোগ, স্বামী রোজগার নেই। প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত। শ্বশুরবাড়ি প্রতিদিনই খাওয়া- থাকা নিয়ে কটূক্তি করত। এই অবস্থায় একরকম জীবনের সব আশা ছেড়ে দিয়ে সে নিজের যমজ দুই শিশকে খুন করে। ভূপালের ঘটনা।

পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী ধৃত মায়ের নাম স্বপ্না ধাকড়। ধৃত ১৬ দিনের যমজ পুত্র সন্তানকে খুন করে তাদের দেহ একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। পুলিশের কাছে  স্বপ্না ধাকড় তার অপরাধের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

টিটি নগর থানার ইনচার্জ চেন সিং বলেন, অভিযুক্ত স্বপ্না ধাকড় গত সপ্তাহে স্থানীয় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে দাবি করেছিল যে, সে যখন শৌচাগারে গিয়েছিলেন, তখন তার যমজ শিশু শহরের বনগাঙ্গা এলাকায় ফুটপাথ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এর পরেই পুলিশ ওই এলাকার সিসিক্যামেরা পরীক্ষা করে দেখে ওই মহিলা মিথ্যা বয়ান দিয়েছে। তার পরেই পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছে, গত সেপ্টেম্বর সে তার নিজের যমজ সন্তানকে খুন করে তাদের দেহ হাবিবগঞ্জ এলাকায় একটি আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসে। যমজ শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত স্বপ্না ধাকড় পুলিশকে জানিয়েছে তার তিন বছরের একটি মেয়ে আছে।  স্বামী একজন মদ্যপ এবং বেকার হওয়ায় তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে সব সময় টাকা নিয়ে কথা শোনাত।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বামী মদ্যপ, শ্বশুরবাড়ির গঞ্জনায় অতিষ্ঠ হয়ে ১৬ দিনের যমজ সন্তানকে খুন মায়ের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বামী মদ্যপ, শ্বশুরবাড়ির গঞ্জনায় অতিষ্ঠ হয়ে ১৬ দিনের যমজ শিশুকে খুন করল মা। অভিযুক্ত মায়ের অভিযোগ, স্বামী রোজগার নেই। প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত। শ্বশুরবাড়ি প্রতিদিনই খাওয়া- থাকা নিয়ে কটূক্তি করত। এই অবস্থায় একরকম জীবনের সব আশা ছেড়ে দিয়ে সে নিজের যমজ দুই শিশকে খুন করে। ভূপালের ঘটনা।

পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী ধৃত মায়ের নাম স্বপ্না ধাকড়। ধৃত ১৬ দিনের যমজ পুত্র সন্তানকে খুন করে তাদের দেহ একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। পুলিশের কাছে  স্বপ্না ধাকড় তার অপরাধের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

টিটি নগর থানার ইনচার্জ চেন সিং বলেন, অভিযুক্ত স্বপ্না ধাকড় গত সপ্তাহে স্থানীয় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে দাবি করেছিল যে, সে যখন শৌচাগারে গিয়েছিলেন, তখন তার যমজ শিশু শহরের বনগাঙ্গা এলাকায় ফুটপাথ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এর পরেই পুলিশ ওই এলাকার সিসিক্যামেরা পরীক্ষা করে দেখে ওই মহিলা মিথ্যা বয়ান দিয়েছে। তার পরেই পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছে, গত সেপ্টেম্বর সে তার নিজের যমজ সন্তানকে খুন করে তাদের দেহ হাবিবগঞ্জ এলাকায় একটি আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসে। যমজ শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত স্বপ্না ধাকড় পুলিশকে জানিয়েছে তার তিন বছরের একটি মেয়ে আছে।  স্বামী একজন মদ্যপ এবং বেকার হওয়ায় তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে সব সময় টাকা নিয়ে কথা শোনাত।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর