২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুয়ার্স: “গো গ্রীন” এই বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা এক যুবকের

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 159

শুভজিৎ  দেবনাথঃ ডুয়ার্স: “গো গ্রীন” এই বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে ডুয়ার্সের গয়েরকাটা থেকে কন্যাকুমারী হয়ে লাদাখের উদ্দেশ্যে পাড়ি দিল পুস্পেন্দু বসু রায় নামের এক যুবক।ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।পেশায় মেলার কর্মী এই যুবক পরিবেশকে রক্ষা করতে দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

সেফটির কথা চিন্তা ভাবনা করেই মাথায় হেলমেট চোখে চশমা !দুই চাকার এই যানের কেরিয়ারে বাঁধা বড় বড় বেশ কয়েকটি ব্যাগ সোলার প্যানেল চার্জার, সামনে ও পেছনে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ডুয়ার্স মেন’। পথে থেমে কখনও পথচলতি খুদেদের পরিবেশ রক্ষার পাঠ পড়াচ্ছেন, বোঝাচ্ছেন গাছ লাগানোর উপকারিতা।বুধবার সকালে ডুয়ার্সের গয়েরকাটার এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর এহেন সাইকেল যাত্রা দেখে হতবাক স্থানীয়রা।সকলেই তাকে শুভেচ্ছা জানিয়ে আগামী পথের রুটম্যাপ দিয়ে সাহায্যও করেন তাঁরা।

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

 

আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

জানা গিয়েছে, স্কুলজীবন থেকে সাইকেলই সঙ্গী জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটার বাসিন্দা বছর ত্রিশের পুষ্পেন্দু বসু রায়ের। স্কুল, টিউশন অথবা বিভিন্ন এলাকায় ঘুরতে যাবার ক্ষেত্রে দু’চাকার যানটিই বড় ভরসা তার।এর আগে সাইকেল যাত্রা শুরু করে জলপাইগুড়ি গিয়েছিলেন তিনি।

 

প্রসঙ্গত,আজকাল দু এক কিলোমিটার যেতেই অধিকাংশ মানুষই মোটরবাইক কিংবা গাড়ির ব্যবহার করে। মোটর বাইক গাড়ির সংখ্যা বাড়ায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত। এই কারণে চলাচলের সাথী হিসেবে সাইকেল কে বেছে নেওয়ার বার্তা দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সে। ৭৫ দিনের মধ্যে কন্যাকুমারী থেকে লাদাখ হয়ে গয়েরকাটা ফিরে আসার পরিকল্পনা রয়েছে তার। পরিবারের অন্যান্য সদস্য রাও তার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। গয়েরকাটা থেকে রওনা দেওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

 

এবিষয়ে পুষ্পেন্দু বলেন, পরিবেশকে বাঁচাতে গো গ্রীন বার্তা নিয়ে কন্যাকুমারী যাচ্ছি, অল্প দূরত্বে যেতে হলে মানুষ বাইক ব্যবহার করে সেই জায়গায় সাইকেল ব্যবহার করুক পরিবেশকে বাঁচাক। দিনে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার সাইকেল চালাব।আশা করছি ৭৫ দিনের মধ্যে পৌঁছে যাব।

 

পুস্পেন্দুর ভাই শুভেন্দু বসু রায় জানিয়েছে, গো গ্রীন বার্তা নিয়ে দাদা যাচ্ছে। ওর অনেক দিনের শখ এভাবে সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার। প্রথমে সমর্থন করিনি এখন সবাই যখন ওকে সমর্থন করছে তাই আমরাও সমর্থন করছি। প্রায় তিন মাসের ওপরে সময় লাগবে আশা করছি ও ভালোমতো পৌঁছবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুয়ার্স: “গো গ্রীন” এই বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা এক যুবকের

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

শুভজিৎ  দেবনাথঃ ডুয়ার্স: “গো গ্রীন” এই বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে ডুয়ার্সের গয়েরকাটা থেকে কন্যাকুমারী হয়ে লাদাখের উদ্দেশ্যে পাড়ি দিল পুস্পেন্দু বসু রায় নামের এক যুবক।ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।পেশায় মেলার কর্মী এই যুবক পরিবেশকে রক্ষা করতে দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

সেফটির কথা চিন্তা ভাবনা করেই মাথায় হেলমেট চোখে চশমা !দুই চাকার এই যানের কেরিয়ারে বাঁধা বড় বড় বেশ কয়েকটি ব্যাগ সোলার প্যানেল চার্জার, সামনে ও পেছনে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ডুয়ার্স মেন’। পথে থেমে কখনও পথচলতি খুদেদের পরিবেশ রক্ষার পাঠ পড়াচ্ছেন, বোঝাচ্ছেন গাছ লাগানোর উপকারিতা।বুধবার সকালে ডুয়ার্সের গয়েরকাটার এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর এহেন সাইকেল যাত্রা দেখে হতবাক স্থানীয়রা।সকলেই তাকে শুভেচ্ছা জানিয়ে আগামী পথের রুটম্যাপ দিয়ে সাহায্যও করেন তাঁরা।

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

 

আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

জানা গিয়েছে, স্কুলজীবন থেকে সাইকেলই সঙ্গী জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটার বাসিন্দা বছর ত্রিশের পুষ্পেন্দু বসু রায়ের। স্কুল, টিউশন অথবা বিভিন্ন এলাকায় ঘুরতে যাবার ক্ষেত্রে দু’চাকার যানটিই বড় ভরসা তার।এর আগে সাইকেল যাত্রা শুরু করে জলপাইগুড়ি গিয়েছিলেন তিনি।

 

প্রসঙ্গত,আজকাল দু এক কিলোমিটার যেতেই অধিকাংশ মানুষই মোটরবাইক কিংবা গাড়ির ব্যবহার করে। মোটর বাইক গাড়ির সংখ্যা বাড়ায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত। এই কারণে চলাচলের সাথী হিসেবে সাইকেল কে বেছে নেওয়ার বার্তা দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সে। ৭৫ দিনের মধ্যে কন্যাকুমারী থেকে লাদাখ হয়ে গয়েরকাটা ফিরে আসার পরিকল্পনা রয়েছে তার। পরিবারের অন্যান্য সদস্য রাও তার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। গয়েরকাটা থেকে রওনা দেওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

 

এবিষয়ে পুষ্পেন্দু বলেন, পরিবেশকে বাঁচাতে গো গ্রীন বার্তা নিয়ে কন্যাকুমারী যাচ্ছি, অল্প দূরত্বে যেতে হলে মানুষ বাইক ব্যবহার করে সেই জায়গায় সাইকেল ব্যবহার করুক পরিবেশকে বাঁচাক। দিনে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার সাইকেল চালাব।আশা করছি ৭৫ দিনের মধ্যে পৌঁছে যাব।

 

পুস্পেন্দুর ভাই শুভেন্দু বসু রায় জানিয়েছে, গো গ্রীন বার্তা নিয়ে দাদা যাচ্ছে। ওর অনেক দিনের শখ এভাবে সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার। প্রথমে সমর্থন করিনি এখন সবাই যখন ওকে সমর্থন করছে তাই আমরাও সমর্থন করছি। প্রায় তিন মাসের ওপরে সময় লাগবে আশা করছি ও ভালোমতো পৌঁছবে।