০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগটুই কাণ্ডের জের, রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের ছুটি বাতিল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যের সমস্ত থানার সমস্ত পুলিশ কর্মীদের আগামী ১০ দিনের জন্য সমস্ত ছুটি বাতিল করা হল।  যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করতে হবে। নির্দেশ নবান্নের। তবে অসুস্থতার কারণে ছাড় পাবে। আজ বগটুই কাণ্ড নিয়ে গ্রামে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বগটুই গ্রামে গিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। নেই, পালিয়ে গেছে এসব আমি কিছু শুনব না। যেখানে গেছে সেখান থেকে ধরে আনুন।  মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি ডিজিপিকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি আর কোনও  অভিযোগ শুনতে চাই না। তদন্তের কারণে যদি আধিকারিকরা যে বাড়িতে ঢুকতে চায়, তাহলে পুলিশ থাকবে। ভাদু শেখের পরিবার ও যাদের বাড়ি আগুনে পুড়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে হবে। একবার পুলিশ এল আর ঘুরে চলে গেল, সেটা হবে না। এখানে পুলিশ মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, যে পুলিশ কাজ করবে তাকে সালাম, আর যে কাজ করবে না, তার এখানে জায়গা নেই। সারা বাংলা থেকে পুলিশকে দ্রুত অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল,  গুলি বারুদ। এর পরেও যদি কোনও থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি আইসিকে। বিষয়টি নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

 

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুই কাণ্ডের জের, রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের ছুটি বাতিল

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যের সমস্ত থানার সমস্ত পুলিশ কর্মীদের আগামী ১০ দিনের জন্য সমস্ত ছুটি বাতিল করা হল।  যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করতে হবে। নির্দেশ নবান্নের। তবে অসুস্থতার কারণে ছাড় পাবে। আজ বগটুই কাণ্ড নিয়ে গ্রামে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বগটুই গ্রামে গিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। নেই, পালিয়ে গেছে এসব আমি কিছু শুনব না। যেখানে গেছে সেখান থেকে ধরে আনুন।  মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি ডিজিপিকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি আর কোনও  অভিযোগ শুনতে চাই না। তদন্তের কারণে যদি আধিকারিকরা যে বাড়িতে ঢুকতে চায়, তাহলে পুলিশ থাকবে। ভাদু শেখের পরিবার ও যাদের বাড়ি আগুনে পুড়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে হবে। একবার পুলিশ এল আর ঘুরে চলে গেল, সেটা হবে না। এখানে পুলিশ মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, যে পুলিশ কাজ করবে তাকে সালাম, আর যে কাজ করবে না, তার এখানে জায়গা নেই। সারা বাংলা থেকে পুলিশকে দ্রুত অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল,  গুলি বারুদ। এর পরেও যদি কোনও থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি আইসিকে। বিষয়টি নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

 

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন