দেশজুড়ে এবার ই-পাসপোর্ট চালুর উদ্যোগ
- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 168
জাল রুখতে ভারতীয় পাসপোর্টে ৫ নয়া নিয়ম
ইন্তেখাব আলম: দেশের নাগরিকত্বের প্রমাণ কিংবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম হল বৈধ পাসপোর্ট। পাসপোর্ট এমনই এক গুরুত্বপূর্ণ নথি যা বিদেশ ভ্রমণের সময় একজন নাগরিকের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় বিবরণ নিশ্চিত করার পর বিদেশ সফরের জন্য অনুমতি দেওয়া হয়। অথচ, ভুয়ো নথি কিংবা ভুল ঠিকানা দিয়ে মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্রের হদিশ মিলেছে দেশের বিভিন্ন রাজ্যে।
ভুয়ো নথি কিংবা ভুল ঠিকানা দিয়ে অবৈধভাবে পাসপোর্ট তৈরি করতে না পারে সে কারণেই পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক। ভারতীয় পাসপোর্টকে আরও নিরাপদ করার জন্য যেমন প্রযুক্তিগতভাবে উন্নত করা হচ্ছে, তেমনি দেশজুড়েই ই-পাসপোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করে নতুন পাসপোর্ট আবেদনের নিয়মগুলি ঘোষণা করা হয়েছে। নয়া নিয়ম প্রসঙ্গে কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা আশিস মিধ্যা জানান, পাসপোর্টকে আরও নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত করার জন্য বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন পাসপোর্ট নিয়ম ২০২৫ অনুযায়ী পাসপোর্ট আবেদনের সময় নথি জমা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর পুরো জন্ম তারিখ উল্লেখ যদি থাকে তবেই আধার কার্ড, সচিত্র ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পে-পেনশন অর্ডারের মতো পরিচয়পত্রগুলিকে বৈধ বলে মান্যতা দেওয়া হবে।
নতুন পাসপোর্ট নিয়মে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৩ বা তার পরে জন্মগ্রহণ করা পাসপোর্ট আবেদনকারীর ক্ষেত্রে জন্ম-তারিখের প্রমাণ হিসেবে শুধুমাত্র জন্ম-শংসাপত্র বৈধ বলে বিবেচিত হবে। অন্যদিকে, যেসব আবেদনকারী ১ অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণ করেছেন তারা স্কুল ত্যাগের শংসাপত্র, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ইত্যাদির মতো বিকল্প নথি ব্যবহার করতে পারবেন। আবেদনকারীর সুরক্ষা এবং বিভিন্ন তথ্যের গোপনীয়তার কথা ভেবেই নতুন পাসপোর্টে থাকবে স্ক্যানযোগ্য বারকোড। এ ছাড়াও নতুন পাসপোর্ট ফর্ম্যাটে উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য এবং পুনঃডিজাইন করা লেআউট করা হয়েছে বলেও সংশ্লিষ্ট দফতর সূত্রে জানানো হয়েছে।






























