দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 279
পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প (Earthquake)। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ আমেরিকা (South America) ও আন্টার্কটিকার মাঝে ড্রেক প্যাসেজে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০.৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে।
আপাতত এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে এ ধরনের শক্তিশালী কম্পন এলাকার মানুষ এবং পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। ভূমিকম্পের পরপরই চিলির উপকূলীয় এলাকায় স্বল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করলেও পরে তা সরিয়ে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র আর্জেন্টিনার উশুয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। শহরটিতে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।