রাজ্যের ১২টা রাজনৈতিক দলকে বাতিল করল নির্বাচন কমিশন

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 26
পুবের কলম প্রতিবেদক : আগামী ২০২৬ সালেই বাংলায় অনুষ্ঠিত হবে রাজ্য বিধান সভা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী বিধান সভা ভোটের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি গুছিয়ে নেওয়ার তোড়জোর শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলায় মোট কতগুলি রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক দলগুলির প্রধান কার্যালয়ের ঠিকানা জানতে চেয়ে এর আগেই চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজ্যের কতগুলি রাজনৈতিক দল নিয়মিত ভোটে অংশগ্রহণ করে, কিংবা যেসব রাজনৈতিক দল দীর্ঘ দিন নির্বাচনে অংশ না নিয়ে নিস্ক্রিয় রয়েছে, ওইসব দলের কার্যালয়ের ঠিকানা সহ অন্যান্য বিষয় জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিককে।
এবার রাজ্যের মোট ১২টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করল নির্বাচন কমিশনের। বাতিল দলগুলির মধ্যে রয়েছে-
১. আম্বেদকরবাদী পার্টি
২. গ্লোবাল পিপল পিস পার্টি
৩. গোরখা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট
৪. কামতাপুর প্রগ্রেসিভ পার্টি
৫. মাই হি ভারত
৬. ন্যাশনাল কনফেডেরেসি অফ ইন্ডিয়া
৭. ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি
৮. নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি
৯. পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি
১০. পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ
১১. রাইট পার্টি অফ ইন্ডিয়া
১২. দ্য রেলিজিওন অফ ম্যান রিভলভিং পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া।
রাজ্যের ১২টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল দলগুলি গত ৬ বছর কোনো নির্বাচনে অংশ নেয়নি। অর্থাৎ রাজনৈতিক আঙিনায় ওই দলগুলির কোনও অস্তিত্ব না থাকায় এবার তাঁদের বাতিল করা হল। বাতিল দলগুলি আগামী ভোটে অংশ নিতে পারবেনা। দিতে পারবেনা কোনও প্রার্থী।