১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ED Arrest: গেমিং র‍্যাকেটে ইডির বড়সড় অভিযান, গ্রেফতার কংগ্রেস বিধায়ক

মারুফা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 165

ED Arrest: গেমিং র‍্যাকেটে ইডির বড়সড় অভিযান, গ্রেফতার কংগ্রেস বিধায়ক

পুবের কলম ওয়েবডেস্কইডি (ED Arrest) ২২ ও ২৩ অগাস্ট জুড়ে অবৈধ অনলাইন গেমিং (Online Gaming) ও সাট্টা চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযানের কেন্দ্রে রয়েছেন কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গ জেলার কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র (K. C. Veerendra) । তাঁকে শনিবার গ্যাংটক থেকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। পরে ইডি (ED Arrest) তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বেঙ্গালুরু আদালতে হাজির করে।

ইডি (ED Arrest) সূত্রে জানা গেছে, সারা দেশে অন্তত ৩১টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়, যার মধ্যে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, জোধপুর, মুম্বই ও গোয়া অন্তর্ভুক্ত। গোয়ায় পপি’স ক্যাসিনো গোল্ড, ওশান রিভার্স, পপি’স প্রাইড, ওশান ৭ এবং বিগ ড্যাডি ক্যাসিনোসহ পাঁচটি বড় ক্যাসিনোতেও হানা দেয় তদন্তকারী দল।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

এই অভিযানে ইডি উদ্ধার করেছে প্রায় ১২ কোটি টাকা নগদ অর্থ, যার মধ্যে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা। এছাড়া প্রায় ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো, চারটি বিলাসবহুল গাড়ি জব্দ হয়েছে। ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি লকারও ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ

তদন্তে উঠে এসেছে, বিধায়ক বীরেন্দ্র King567 ও Raja567 নামের একাধিক অনলাইন বেটিং সাইট চালাতেন। তাঁর ভাই কে.সি. থিপ্পেস্বামী দুবাই থেকে ডায়মন্ড সফটেক, টিআরএস টেকনোলজিস ও প্রাইম ৯ টেকনোলজিস নামের তিনটি কোম্পানির মাধ্যমে এই ব্যবসা সামলাতেন। অপর ভাই নাগরাজ এবং তাঁর ছেলে পৃ্থ্বীও এই চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

ইডির দাবি, এই অবৈধ উপার্জন জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বৈধ রূপ দেওয়ার চেষ্টা হচ্ছিল। সম্প্রতি বীরেন্দ্র গ্যাংটকে একটি ল্যান্ড ক্যাসিনো লিজ নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করে ইডি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ED Arrest: গেমিং র‍্যাকেটে ইডির বড়সড় অভিযান, গ্রেফতার কংগ্রেস বিধায়ক

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কইডি (ED Arrest) ২২ ও ২৩ অগাস্ট জুড়ে অবৈধ অনলাইন গেমিং (Online Gaming) ও সাট্টা চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযানের কেন্দ্রে রয়েছেন কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গ জেলার কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র (K. C. Veerendra) । তাঁকে শনিবার গ্যাংটক থেকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। পরে ইডি (ED Arrest) তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বেঙ্গালুরু আদালতে হাজির করে।

ইডি (ED Arrest) সূত্রে জানা গেছে, সারা দেশে অন্তত ৩১টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়, যার মধ্যে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, জোধপুর, মুম্বই ও গোয়া অন্তর্ভুক্ত। গোয়ায় পপি’স ক্যাসিনো গোল্ড, ওশান রিভার্স, পপি’স প্রাইড, ওশান ৭ এবং বিগ ড্যাডি ক্যাসিনোসহ পাঁচটি বড় ক্যাসিনোতেও হানা দেয় তদন্তকারী দল।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

এই অভিযানে ইডি উদ্ধার করেছে প্রায় ১২ কোটি টাকা নগদ অর্থ, যার মধ্যে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা। এছাড়া প্রায় ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো, চারটি বিলাসবহুল গাড়ি জব্দ হয়েছে। ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি লকারও ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ

তদন্তে উঠে এসেছে, বিধায়ক বীরেন্দ্র King567 ও Raja567 নামের একাধিক অনলাইন বেটিং সাইট চালাতেন। তাঁর ভাই কে.সি. থিপ্পেস্বামী দুবাই থেকে ডায়মন্ড সফটেক, টিআরএস টেকনোলজিস ও প্রাইম ৯ টেকনোলজিস নামের তিনটি কোম্পানির মাধ্যমে এই ব্যবসা সামলাতেন। অপর ভাই নাগরাজ এবং তাঁর ছেলে পৃ্থ্বীও এই চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

ইডির দাবি, এই অবৈধ উপার্জন জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বৈধ রূপ দেওয়ার চেষ্টা হচ্ছিল। সম্প্রতি বীরেন্দ্র গ্যাংটকে একটি ল্যান্ড ক্যাসিনো লিজ নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করে ইডি।