০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএফআই ও এসডিপিআই অফিসে ইডি-সিবিআইয়ের হানা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 90

পুবের কলম প্রতিবেদক: বেশ কিছুদিন থেকে রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট ও পিএফআই নেতাদের বাড়ি ও আফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ ও ইডি। এর আগে অন্যান্য রাজ্যে এমন তল্লাশি চালানো হলেও কলকাতায় সেভাবে তল্লাশি হয়নি। তবে বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস ও তিলজলা রোডের কাছে পপুলার ফ্রন্টের অফিসে জোর তল্লাশি চালানো হয়।

এ দিন সংগঠনের রাজ্যস্তরের নেতা শেখ মোক্তারের অফিসে একযোগে তল্লাশি চালায় এনআইএ ও ইডি। সূত্রের খবর, তিলজলা অফিস থেকে প্রচুর লিফলেট, ব্যানার পাওয়া গেছে, তাতে পুলিশ ও সরকার বিরোধী স্লোগান লেখা আছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র, কম্পিউটার, প্রিন্টার।

আরও পড়ুন: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে সংগঠনের বিরুদ্ধে। যদিও সংগঠনটি দাবি, তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এখনও পর্যন্ত ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র ১০০ জন সদস্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন: পিএফআই ষড়যন্ত্র মামলায় রাজস্থানের ৭টি জায়গায় তল্লাশি চালালো এনআইএ

এ দিকে এনআইএ ও ইডির অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পপুলার ফ্রন্ট। এক বিবৃতিতে সংগঠনটির অভিযোগ, তাদের অযথা হেনস্তা করা হচ্ছে। প্রতিবাদী স্বর থামিয়ে দিতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে সরকার। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের কোনও যোগ নেই।

আরও পড়ুন: পিএফআই-এর মতো এবার আরএসএস-কে নিষিদ্ধ করুক সরকার: লালু প্রসাদ যাদব

একইভাবে তল্লাশি ও গ্রেফতারের প্রতিবাদ করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-র জাতীয় সভাপতি এম কে ফাইজী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএফআই ও এসডিপিআই অফিসে ইডি-সিবিআইয়ের হানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: বেশ কিছুদিন থেকে রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট ও পিএফআই নেতাদের বাড়ি ও আফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ ও ইডি। এর আগে অন্যান্য রাজ্যে এমন তল্লাশি চালানো হলেও কলকাতায় সেভাবে তল্লাশি হয়নি। তবে বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস ও তিলজলা রোডের কাছে পপুলার ফ্রন্টের অফিসে জোর তল্লাশি চালানো হয়।

এ দিন সংগঠনের রাজ্যস্তরের নেতা শেখ মোক্তারের অফিসে একযোগে তল্লাশি চালায় এনআইএ ও ইডি। সূত্রের খবর, তিলজলা অফিস থেকে প্রচুর লিফলেট, ব্যানার পাওয়া গেছে, তাতে পুলিশ ও সরকার বিরোধী স্লোগান লেখা আছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র, কম্পিউটার, প্রিন্টার।

আরও পড়ুন: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে সংগঠনের বিরুদ্ধে। যদিও সংগঠনটি দাবি, তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এখনও পর্যন্ত ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র ১০০ জন সদস্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন: পিএফআই ষড়যন্ত্র মামলায় রাজস্থানের ৭টি জায়গায় তল্লাশি চালালো এনআইএ

এ দিকে এনআইএ ও ইডির অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পপুলার ফ্রন্ট। এক বিবৃতিতে সংগঠনটির অভিযোগ, তাদের অযথা হেনস্তা করা হচ্ছে। প্রতিবাদী স্বর থামিয়ে দিতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে সরকার। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের কোনও যোগ নেই।

আরও পড়ুন: পিএফআই-এর মতো এবার আরএসএস-কে নিষিদ্ধ করুক সরকার: লালু প্রসাদ যাদব

একইভাবে তল্লাশি ও গ্রেফতারের প্রতিবাদ করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-র জাতীয় সভাপতি এম কে ফাইজী।