১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

  সঞ্জয় রাউতের বাড়িতে ইডির হানা, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে,বিস্ফোরক মন্তব্য  

পুবের কলম ওয়েবডেস্কঃ সাত সকালে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। রবিবার সকালে মুম্বইয়ে বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে দু’বার হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এড়িয়ে গিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ। সাংসদ হাজিরা না দেওয়ায় এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।রবিবার জেরা পর্ব শেষ করে, শেষ পর্যন্তও তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি।“মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে,এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

প্রসঙ্গতও, এদিন তাঁর বাসভবনে ইডির  হানা নিয়ে রাগে ফুঁসছেন রাজ্যসভার সাংসদ।সঞ্জয় রাউত নিজের সোশ্যাল মিডিয়া আকাউন্টে জানিয়েছেন, আমার বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত করেছে।সব অভিযোগ মিথ্যে। আমি কিছু করিনি। ওদের চাল আমি বুঝি , আমি কোনও দিন শিবসেনা ছাড়ব না।আমি সেনার কর্মী ছিলাম, আছি থাকব।মরে গেলেও আমি আত্মসমর্পণ করবো না।জয়  মহারাষ্ট্র।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

 

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

তারপর আরও এক টুইটে তিনি লেখেন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। কোনও দিন ছিলাম না। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ করে বলছি।তিনি আমাদের লড়াই করতে শিখিয়েছেন।অন্যায় কোনও কাজের কথা তিনি শেখায়নি।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহের বুধবারে বেআইনি আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে তলব করেছিল ইডি। এর আগে গত ২০ জুলাইও তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু, দুটি ক্ষেত্রেই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বলেই খবর। এরপরই রবিবার সকালে তাঁর বাড়িতে  হানা দেয় ইডি। ২০২০ সালে মুম্বইয়ের পত্র চউল নামে একটি আবাসন প্রকল্পে এক হাজার কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় শিবসেনার এই সাংসদের নাম জড়িয়েছে। আর সেই কারণেই সরাসরি ইডি স্ক্যানারে চলে এসেছেন তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

  সঞ্জয় রাউতের বাড়িতে ইডির হানা, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে,বিস্ফোরক মন্তব্য  

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সাত সকালে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। রবিবার সকালে মুম্বইয়ে বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে দু’বার হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এড়িয়ে গিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ। সাংসদ হাজিরা না দেওয়ায় এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।রবিবার জেরা পর্ব শেষ করে, শেষ পর্যন্তও তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি।“মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে,এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

প্রসঙ্গতও, এদিন তাঁর বাসভবনে ইডির  হানা নিয়ে রাগে ফুঁসছেন রাজ্যসভার সাংসদ।সঞ্জয় রাউত নিজের সোশ্যাল মিডিয়া আকাউন্টে জানিয়েছেন, আমার বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত করেছে।সব অভিযোগ মিথ্যে। আমি কিছু করিনি। ওদের চাল আমি বুঝি , আমি কোনও দিন শিবসেনা ছাড়ব না।আমি সেনার কর্মী ছিলাম, আছি থাকব।মরে গেলেও আমি আত্মসমর্পণ করবো না।জয়  মহারাষ্ট্র।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

 

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

তারপর আরও এক টুইটে তিনি লেখেন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। কোনও দিন ছিলাম না। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ করে বলছি।তিনি আমাদের লড়াই করতে শিখিয়েছেন।অন্যায় কোনও কাজের কথা তিনি শেখায়নি।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহের বুধবারে বেআইনি আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে তলব করেছিল ইডি। এর আগে গত ২০ জুলাইও তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু, দুটি ক্ষেত্রেই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বলেই খবর। এরপরই রবিবার সকালে তাঁর বাড়িতে  হানা দেয় ইডি। ২০২০ সালে মুম্বইয়ের পত্র চউল নামে একটি আবাসন প্রকল্পে এক হাজার কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় শিবসেনার এই সাংসদের নাম জড়িয়েছে। আর সেই কারণেই সরাসরি ইডি স্ক্যানারে চলে এসেছেন তিনি।