সঞ্জয় রাউতের বাড়িতে ইডির হানা, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে,বিস্ফোরক মন্তব্য

- আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্কঃ সাত সকালে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। রবিবার সকালে মুম্বইয়ে বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে দু’বার হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এড়িয়ে গিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ। সাংসদ হাজিরা না দেওয়ায় এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।রবিবার জেরা পর্ব শেষ করে, শেষ পর্যন্তও তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি।“মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে,এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গতও, এদিন তাঁর বাসভবনে ইডির হানা নিয়ে রাগে ফুঁসছেন রাজ্যসভার সাংসদ।সঞ্জয় রাউত নিজের সোশ্যাল মিডিয়া আকাউন্টে জানিয়েছেন, আমার বিরুদ্ধে বিরোধীরা চক্রান্ত করেছে।সব অভিযোগ মিথ্যে। আমি কিছু করিনি। ওদের চাল আমি বুঝি , আমি কোনও দিন শিবসেনা ছাড়ব না।আমি সেনার কর্মী ছিলাম, আছি থাকব।মরে গেলেও আমি আত্মসমর্পণ করবো না।জয় মহারাষ্ট্র।
তারপর আরও এক টুইটে তিনি লেখেন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। কোনও দিন ছিলাম না। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ করে বলছি।তিনি আমাদের লড়াই করতে শিখিয়েছেন।অন্যায় কোনও কাজের কথা তিনি শেখায়নি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহের বুধবারে বেআইনি আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে তলব করেছিল ইডি। এর আগে গত ২০ জুলাইও তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু, দুটি ক্ষেত্রেই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বলেই খবর। এরপরই রবিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। ২০২০ সালে মুম্বইয়ের পত্র চউল নামে একটি আবাসন প্রকল্পে এক হাজার কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় শিবসেনার এই সাংসদের নাম জড়িয়েছে। আর সেই কারণেই সরাসরি ইডি স্ক্যানারে চলে এসেছেন তিনি।