১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্ক: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়। পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁকে এই প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এই কাজে দেরি হচ্ছে বলেও  অভিযোগ করা হয়। জবাবে শিক্ষামন্ত্রী পাল্টা বলেন, “আমাদের মোটেই দেরি হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।”

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কেটে গেছে দীর্ঘ একমাস। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি বলে খবর।  স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়।

আরও পড়ুন: গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

জুন মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর।  ২০২৪ সালে ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল। এবছর তা কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে শুরু হয় ধোঁয়াশা।

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

এদিন রাজ্য বিধানসভায় কলেজে ভর্তির বিষয়টি ওঠে। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, এবছরও ইউজিসি-র নিয়ম মেনেই তা হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। এবছরও ১৯ জুনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে ছাত্রছাত্রীদেরও চিন্তা খানিকটা ঘুচবে বলেই আশা করা যায়।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়। পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁকে এই প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এই কাজে দেরি হচ্ছে বলেও  অভিযোগ করা হয়। জবাবে শিক্ষামন্ত্রী পাল্টা বলেন, “আমাদের মোটেই দেরি হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।”

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কেটে গেছে দীর্ঘ একমাস। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি বলে খবর।  স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়।

আরও পড়ুন: গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

জুন মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর।  ২০২৪ সালে ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল। এবছর তা কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে শুরু হয় ধোঁয়াশা।

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

এদিন রাজ্য বিধানসভায় কলেজে ভর্তির বিষয়টি ওঠে। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, এবছরও ইউজিসি-র নিয়ম মেনেই তা হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। এবছরও ১৯ জুনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে ছাত্রছাত্রীদেরও চিন্তা খানিকটা ঘুচবে বলেই আশা করা যায়।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির