ঈদের নামায রেড রোডে ৮.৩০, সোরাওয়ার্দি অ্যাভিনিউয়ে ৮ টা

- আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার
- / 11
পুবের কলম প্রতিবেদকঃ পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট সংলগ্ন সোরাওয়ার্দি অ্যাভিনিউয়ে ঈদ-উল- আযহার নামাজ হবে সকাল ৮ টায়। সেভেন পয়েন্ট সংলগ্ন সোরাওয়ার্দি অ্যাভিনিউয়ে ৭ টা ৪৫ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন পার্ক সার্কাস ময়দানের নামায-ই-ঈদাইন কমিটির সভাপতি বিজলী রহমান। তিনি জানিয়েছেন, নামাযের সময় উপস্থিত থাকবেন বিধায়ক বাবুল সুপ্রিয়, মেয়রপারিষদ দেবাশিষ কুমার, সাংসদ মালা রায় প্রমুখ।
উল্লেখ্য, পার্ক সার্কাস ময়দানে বৃষ্টির পানি জমে যাওয়ার ফলে সোরাওয়ার্দি অ্যাভিনিউয়ে নামায হওয়ার কথা ঘোষণা করেছে ঈদাইন কমিটি।
এ দিকে কলকাতার রেড রোডে ঈদের নামায সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কিছু পত্রিকায় রেড রোডের নামায সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বলে প্রকাশিত হয়েছে, এই তথ্য ভুল বলে জানিয়েছে কলকাতা খিলাফত কমিটি।