পুবের কলম,ওয়েবডেস্ক: করোনা সংকটে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর এবার দর্শনার্থীদের জন্য খুলছে আইফেল টাওয়ার। করোনার বাড়বাড়ন্তের কারণে বন্ধ ছিল। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। দীর্ঘ ৯ মাস বন্ধ ছিল এই জনপ্রিয় স্থাপনা।
প্রবেশকালে পর্যটকদের কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। দর্শনার্থীর সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে। আগামী বুধবার থেকে আইফেল টাওয়ার পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। তবে টিকা গ্রহণের শংসাপত্র বা সার্টিফিকেট অথবা করোনা টিকাকরণের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রধান জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী কাজ একটু জটিল হলেও, সব কিছুই সামলে নেওয়া সম্ভব হবে। নতুন পরিস্থিতিতে আইফেল টাওয়ার পরিদর্শনকারীদের অর্ধেকই ফ্রান্সের নাগরিক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সাধারণ সময়ের তুলনায় এখন ইতালি ও স্পেনের পর্যটকদের সংখ্যা বেশি থাকতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই প্রথম করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকল আইফেল টাওয়ার। তবে এতদিন ধরে বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে আইফেল টাওয়ারের পরিচালনাকারী কোম্পানি।

































