পুবের কলম, ওয়েবডেস্ক: বাবা-মায়ের কাছে নতুন ফোন চেয়েছিল মেয়ে। পড়াশোনায় ক্ষতি হবে ভেবে ফোন কিনে দেয়নি বাবা-মা। এই রাগেই আত্মহত্যা করল তেরো বছর বয়সী বালিকা। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের চাঁকপুরের হনুমান মন্দিরের কাছে এক বস্তি এলাকায়।
জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রী মোবাইলে গেম খেলতে পছন্দ করত। বাবা-মায়ের কাছে নতুন একটি ফোনের দাবি করে সে। কিন্তু বাবা-মা ফোন কিনে দিতে অস্বীকার করে। রাগে বাড়িতে কেউ না থাকায় আত্মহত্যা করে ওই ছাত্রী। বাড়ি ফিরে এসে মেয়েকে মৃতদেহ দেখান পান তারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মহারাষ্ট্রে একই ঘটনা ঘটেছিল। ছত্রপতি সম্ভাজিনগরে ষোলো বছর বয়সী এক তরুণ নতুন পোন চেয়েছিল। বাবা-মা তা দিতে অস্বীকার করায় পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে।






























