এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দিনহাটার বৃদ্ধের
- আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, বুধবার
- / 240
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন দিনহাটার এক প্রবীণ ব্যক্তি। তাঁর নাম খাইরুল সেখ (৭০), কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার আতঙ্কে তিনি ঘাস মারার ওষুধ পান করেন।
অভিযোগ, তাঁকে নানা মহল থেকে বলা হচ্ছিল, ভোটার তালিকায় নামের ভুল থাকলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এতে প্রবল মানসিক চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। দ্রুত তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসাধীন খাইরুল জানান, তাঁর পরিচয়পত্রে নাম খাইরুল সেখ হলেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম লেখা হয়েছে “খয়রু সেখ”। এই নামের বিভ্রান্তিই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।






























