প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এলন মাস্কের কথা, প্রযুক্তি এবং উদ্ভাবনী সহযোগিতা নিয়ে আলোচনা

- আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 187
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে টেসলা এবং স্পেসএক্সের কর্তা ইলন মাস্কের। প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতারর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। মাস্কের সঙ্গে আলোচনার বিষয়টি প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছন। শুক্রবার প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, যার মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলিও ছিল। তিনি আরও লিখেছেন, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য চলতি বছরের শুরুতে মার্কিন সফরের সময় ওয়াশিংটনে মাস্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের পর প্রযুক্তি খাতে মাস্কের কোম্পানির বিনিয়োগের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করেছেন অনেকেই।
ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন মসনদে বসেছেন। অন্যদিকে মোদিও তৃতীয়বারের জন্য ভারতের ক্ষমতায় এসেছেন। এরপর দুই দেশের মধ্যে কৃটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। সম্প্রতি একাধিক বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার পাশাপাশি বাণিজ্য চুক্তিও হয়েছে। ইলন মাস্কের স্যাটেলাইট যোগাযোগ সংস্থা স্টারলিঙ্কের ভারতে নিরাপত্তা নিয়ে বুধবার ভারতীয় বাজারে প্রবেশের জন্য কোম্পানির রোডম্যাপ নিয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং গুরুত্বপূর্ণ টেলিকম অধিকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে খবর। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন স্টারলিঙ্কের ভাইস প্রেসিডেন্ট চ্যাড গিবস এবং সিনিয়র ডিরেক্ট রায়ান গুডনাইট। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, স্টারলিঙ্কের উন্নত প্রযুক্তি, বর্তমান অংশীদারিত্ব এবং ভারতে বিনিয়োগের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। তবে কয়েক বছর ধরেই ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু নিরাপত্তা নিয়ে সমস্যার কারণে বিষয়টি অমীমাংসিত রয়েছে বলে খবর। স্টারলিঙ্কের কাছে ভারতে অন্যতম দাবি হল ভারতের অভ্যন্তরে একটি অন গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করা। এরফলে জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভারতের সুবিধা হবে বলে সূত্রের খবর। স্টারলিঙ্কের স্যাটেলাইটের লাইসেন্সের আবেদন চূড়ান্ত হয়েছে। টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে মার্কেটিং এবং নেটওয়ার্ক সাহায্যের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গেছে।