০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচটি বিকল্প সীমান্ত পথে, ইউক্রেনে থাকা ভারতীদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান দূতাবাসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংকটে ক্রমশই অবনতি হচ্ছে পরিস্থিতির। এই অবস্থায় ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস দ্রুত নাগরিকদের কাছে ইউক্রেন ছেড়ে দেশে ফেরার আহ্বান জানাল। তাদের সীমানা অতিক্রম করার পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে।

যতই দিন যাচ্ছে ততই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। সেই অবস্থার কথা পর্যালোচনা করেই ইউক্রেন ছাড়ার জন্য ভারতীয়দের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

ইউক্রেনে ভারতীয় দূতাবাস একটি সতর্কতা জারি করে দেশে বর্তমানে বসবাসরত ভারতীয় নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই সময়ে ভারতীয়দের এখানেও আসতেও নিষেধ করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২৪০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেই এই নির্দেশ জারি করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ইউক্রেনের দূতাবাসের দেওয়া বিশদ বিবরণের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত ক্রসিংয়ের সম্ভাবনার কথা জানান। অরিন্দম বাগচির দেওয়া বিবৃতি অনুসারে ভারতীয়রা ইউক্রেন-হাঙ্গেরি, ইউক্রেন- স্লোভাকিয়া, ইউক্রেন-মলদোভা, ইউক্রেন-পোল্যান্ড, ইউক্রেন-রোমানিয়া সীমান্ত অতিক্রম করে দেশ ছাড়তে পারবেন। দূতাবাস থেকে নাগরিকদের ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের

সীমান্ত অতিক্রম করার পথের নির্দেশিকা:

১) ইউক্রেন-হাঙ্গেরি সীমান্ত: ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে. চেকপয়েন্টগুলি ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে জাকারপাথিয়া এলাকায় অবস্থিত। তবে থেকে চোপ শহর থেকে ট্রেনে চেপে যাওয়া বাস্তবসম্মত হবে। দূতাবাস আরও জানিয়েছে, একটি বৈধ পাসপোর্ট, একটি বৈধ ইউক্রেনীয় রেসিডেন্সিয়াল পারমিট, একটি স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট সার্টিফিকেট সহ বিমানের টিকিট হল সীমান্ত অতিক্রম করার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র।

২) ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্ত: দূতাবাস জানায়, চেকপোস্টগুলো জাকারপাথিয়া এলাকায় অবস্থিত। যদি না তাদের কাছে শেনজেন/ স্লোভাক ভিসা না থাকে, তাহলে ভারতীয় নাগরিকদের অবশ্যই সীমান্তে চেকপয়েন্ট থেকে তা সংগ্রহ করতে হবে। ভিসার জন্য ভারতীয় নাগরিকদের অবশ্যই একটি বর্তমান পাসপোর্ট, একটি বর্তমান ইউক্রেনীয় রেসিডেন্সিয়াল পারমিট এবং প্রযোজ্য হলে একটি স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট সার্টিফিকেট থাকতে হবে।

৩) ইউক্রেন-মলদোভা সীমান্ত: চেরনিভেটস্কা, ভিন্নিতস্কা এবং ওডেস্কা অঞ্চলগুলি সীমান্ত চেকপয়েন্টে অবস্থিত। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের মতে, ভারতীয় নাগরিকদের অবশ্যই কিয়েভের মলদোভান দূতাবাসে ট্রানজিট ভিসার জন্য আগাম আবেদন করতে হবে, যদি না তাদের কাছে সেটি না থাকে।

ভারতীয় নাগরিকদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট, একটি পোসভিডকা (ইউক্রেনীয় বসবাসের অনুমতি), একটি স্টুডেন্ট কার্ড বা শংসাপত্র, যদি প্রযোজ্য হয় মলদোভায় সীমান্ত অতিক্রম করার জন্য একটি বিমানের টিকিট থাকতে হবে৷

৪) ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত: দূতাবাসের বিবৃতি অনুসারে, চেকপয়েন্টগুলি ভলিনস্কা এবং লভিভস্কা এলাকায় থাকার কথা। ভারতীয় নাগরিকদের আগে থেকেই লভিভের পোলিশ কনস্যুলেট জেনারেলে শেনজেন/পোলিশ ভিসার জন্য আবেদন করতে হবে, যদি না তাদের ইতিমধ্যে উভয় দেশের জন্য বৈধ ভিসা থাকে। সীমান্ত অতিক্রম করার জন্য ভারতীয় নাগরিকদের অবশ্যই নিম্নলিখিত নথি থাকতে হবে: সেগুলি হল একটি বৈধ পাসপোর্ট, একটি বৈধ পোসভিডকা (ইউক্রেনীয় বসবাসের অনুমতি), একটি বৈধ ছাত্র কার্ড বা শংসাপত্র, একটি বিমানের টিকিট৷

৫) রোমানিয়া-ইউক্রেন সীমান্ত: ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস অনুসারে, সীমান্তে চেকপয়েন্টগুলি জাকারপাথিয়া এবং চেরনিভেটস্কায় রয়েছে। যদি তাদের কাছে বৈধ রোমানিয়ান ভিসা না থাকে, তাহলে ভারতীয় নাগরিককে রোমানিয়ান ভিসা পাওয়ার জন্য রোমানিয়ান চেরনিভতসি বা সোলোটভিনোতে রোমানিয়ান কনস্যুলেট জেনারেলে আবেদন করতে হবে। দূতাবাস জানিয়েছে যে, ভারতীয় দেশগুলির একটি বর্তমান পাসপোর্ট, ইউক্রেনের একটি আবাসিক অনুমতি, একটি স্টুডেন্ট কার্ড বা শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), একটি বিমানের টিকিট, এবং রোমানিয়ার ভিসা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে। ঘটনায় ইউক্রেনে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। সম্প্রতি এক বিবৃতি জারি করে, ভারতীয়দের ইউক্রেন যাওয়ায় বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। যে সমস্ত ভারতীয় নাগরিক, যাঁরা এখনও ইউক্রেনে রয়েছেঅ, তাঁদের অবিলম্বে সেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে পড়ুয়া সহ সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচটি বিকল্প সীমান্ত পথে, ইউক্রেনে থাকা ভারতীদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান দূতাবাসের

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংকটে ক্রমশই অবনতি হচ্ছে পরিস্থিতির। এই অবস্থায় ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস দ্রুত নাগরিকদের কাছে ইউক্রেন ছেড়ে দেশে ফেরার আহ্বান জানাল। তাদের সীমানা অতিক্রম করার পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে।

যতই দিন যাচ্ছে ততই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। সেই অবস্থার কথা পর্যালোচনা করেই ইউক্রেন ছাড়ার জন্য ভারতীয়দের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

ইউক্রেনে ভারতীয় দূতাবাস একটি সতর্কতা জারি করে দেশে বর্তমানে বসবাসরত ভারতীয় নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই সময়ে ভারতীয়দের এখানেও আসতেও নিষেধ করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২৪০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেই এই নির্দেশ জারি করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ইউক্রেনের দূতাবাসের দেওয়া বিশদ বিবরণের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত ক্রসিংয়ের সম্ভাবনার কথা জানান। অরিন্দম বাগচির দেওয়া বিবৃতি অনুসারে ভারতীয়রা ইউক্রেন-হাঙ্গেরি, ইউক্রেন- স্লোভাকিয়া, ইউক্রেন-মলদোভা, ইউক্রেন-পোল্যান্ড, ইউক্রেন-রোমানিয়া সীমান্ত অতিক্রম করে দেশ ছাড়তে পারবেন। দূতাবাস থেকে নাগরিকদের ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের

সীমান্ত অতিক্রম করার পথের নির্দেশিকা:

১) ইউক্রেন-হাঙ্গেরি সীমান্ত: ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে. চেকপয়েন্টগুলি ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে জাকারপাথিয়া এলাকায় অবস্থিত। তবে থেকে চোপ শহর থেকে ট্রেনে চেপে যাওয়া বাস্তবসম্মত হবে। দূতাবাস আরও জানিয়েছে, একটি বৈধ পাসপোর্ট, একটি বৈধ ইউক্রেনীয় রেসিডেন্সিয়াল পারমিট, একটি স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট সার্টিফিকেট সহ বিমানের টিকিট হল সীমান্ত অতিক্রম করার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র।

২) ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্ত: দূতাবাস জানায়, চেকপোস্টগুলো জাকারপাথিয়া এলাকায় অবস্থিত। যদি না তাদের কাছে শেনজেন/ স্লোভাক ভিসা না থাকে, তাহলে ভারতীয় নাগরিকদের অবশ্যই সীমান্তে চেকপয়েন্ট থেকে তা সংগ্রহ করতে হবে। ভিসার জন্য ভারতীয় নাগরিকদের অবশ্যই একটি বর্তমান পাসপোর্ট, একটি বর্তমান ইউক্রেনীয় রেসিডেন্সিয়াল পারমিট এবং প্রযোজ্য হলে একটি স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট সার্টিফিকেট থাকতে হবে।

৩) ইউক্রেন-মলদোভা সীমান্ত: চেরনিভেটস্কা, ভিন্নিতস্কা এবং ওডেস্কা অঞ্চলগুলি সীমান্ত চেকপয়েন্টে অবস্থিত। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের মতে, ভারতীয় নাগরিকদের অবশ্যই কিয়েভের মলদোভান দূতাবাসে ট্রানজিট ভিসার জন্য আগাম আবেদন করতে হবে, যদি না তাদের কাছে সেটি না থাকে।

ভারতীয় নাগরিকদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট, একটি পোসভিডকা (ইউক্রেনীয় বসবাসের অনুমতি), একটি স্টুডেন্ট কার্ড বা শংসাপত্র, যদি প্রযোজ্য হয় মলদোভায় সীমান্ত অতিক্রম করার জন্য একটি বিমানের টিকিট থাকতে হবে৷

৪) ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত: দূতাবাসের বিবৃতি অনুসারে, চেকপয়েন্টগুলি ভলিনস্কা এবং লভিভস্কা এলাকায় থাকার কথা। ভারতীয় নাগরিকদের আগে থেকেই লভিভের পোলিশ কনস্যুলেট জেনারেলে শেনজেন/পোলিশ ভিসার জন্য আবেদন করতে হবে, যদি না তাদের ইতিমধ্যে উভয় দেশের জন্য বৈধ ভিসা থাকে। সীমান্ত অতিক্রম করার জন্য ভারতীয় নাগরিকদের অবশ্যই নিম্নলিখিত নথি থাকতে হবে: সেগুলি হল একটি বৈধ পাসপোর্ট, একটি বৈধ পোসভিডকা (ইউক্রেনীয় বসবাসের অনুমতি), একটি বৈধ ছাত্র কার্ড বা শংসাপত্র, একটি বিমানের টিকিট৷

৫) রোমানিয়া-ইউক্রেন সীমান্ত: ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস অনুসারে, সীমান্তে চেকপয়েন্টগুলি জাকারপাথিয়া এবং চেরনিভেটস্কায় রয়েছে। যদি তাদের কাছে বৈধ রোমানিয়ান ভিসা না থাকে, তাহলে ভারতীয় নাগরিককে রোমানিয়ান ভিসা পাওয়ার জন্য রোমানিয়ান চেরনিভতসি বা সোলোটভিনোতে রোমানিয়ান কনস্যুলেট জেনারেলে আবেদন করতে হবে। দূতাবাস জানিয়েছে যে, ভারতীয় দেশগুলির একটি বর্তমান পাসপোর্ট, ইউক্রেনের একটি আবাসিক অনুমতি, একটি স্টুডেন্ট কার্ড বা শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), একটি বিমানের টিকিট, এবং রোমানিয়ার ভিসা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে। ঘটনায় ইউক্রেনে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। সম্প্রতি এক বিবৃতি জারি করে, ভারতীয়দের ইউক্রেন যাওয়ায় বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। যে সমস্ত ভারতীয় নাগরিক, যাঁরা এখনও ইউক্রেনে রয়েছেঅ, তাঁদের অবিলম্বে সেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে পড়ুয়া সহ সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।