০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছরে তলানিতে কর্মসংস্থান, সরব বরুণ

ইমামা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 103

পুবের কলম ওয়েব ডেস্কঃ গত পাঁচ বছরে দেশে বেকারদের কর্মসংস্থান একেবারে  তলানিতে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির তথ্য তুলে ধরে বিজেপি  সাংসদ বরুণ গান্ধি এই অভিযোগ করেছেন। অথচ মোদি ক্ষমতায় আসার আগে  বছরে দু-কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখা হয়নি। ক্রমশ  দেশে বেড়েছে বেরোজগারি।

 

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন

বরুণ তথ্য দিয়ে জানান, কর্মসংস্থানের হার আগে ছিল ২০.৯ শতাংশ। গত পাঁচ বছরে তা কমে হয়েছে ১০.৪ শতাংশ। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সরকারি দফতরগুলিকে ১০ লক্ষ শূন্যপদ পূরণ করতে বলেছিলেন। কিন্তু সেই কথামতো কোনও দফতরই কাজ করেনি বলে তার অভিযোগ।

আরও পড়ুন: ৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: ৫ বছরে ৫০টি জেট দুর্ঘটনার কবলে, ৫৫ জন সেনার প্রাণহানি

বেকারত্বের সঙ্গে সংগ্রামরত যুবকরা আর কত দিন অপেক্ষা করবে, প্রশ্ন দলের বিক্ষুব্ধ সাংসদের। ইদানীং, বিভিন্ন ইস্যুতে বরুণের দলবিরোধী অবস্থান স্পষ্ট। বেরোজগারি থেকে শুরু করে কেন্দ্রের নানান জনবিরোধী কার্যকলাপের বিরোধিতা করে আসছেন তিনি। মোদিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করেন না পিলিভিটের সাংসদ। বরুণ এর আগে সাফ জানিয়ে দিয়েছেন, আমার পূর্বপুরুষদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। মানুষের মূল সমস্যা, অবিচার, দুর্নীতি নিয়ে সরব হওয়ার সময় এসেছে।

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ বছরে তলানিতে কর্মসংস্থান, সরব বরুণ

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গত পাঁচ বছরে দেশে বেকারদের কর্মসংস্থান একেবারে  তলানিতে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির তথ্য তুলে ধরে বিজেপি  সাংসদ বরুণ গান্ধি এই অভিযোগ করেছেন। অথচ মোদি ক্ষমতায় আসার আগে  বছরে দু-কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখা হয়নি। ক্রমশ  দেশে বেড়েছে বেরোজগারি।

 

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন

বরুণ তথ্য দিয়ে জানান, কর্মসংস্থানের হার আগে ছিল ২০.৯ শতাংশ। গত পাঁচ বছরে তা কমে হয়েছে ১০.৪ শতাংশ। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সরকারি দফতরগুলিকে ১০ লক্ষ শূন্যপদ পূরণ করতে বলেছিলেন। কিন্তু সেই কথামতো কোনও দফতরই কাজ করেনি বলে তার অভিযোগ।

আরও পড়ুন: ৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: ৫ বছরে ৫০টি জেট দুর্ঘটনার কবলে, ৫৫ জন সেনার প্রাণহানি

বেকারত্বের সঙ্গে সংগ্রামরত যুবকরা আর কত দিন অপেক্ষা করবে, প্রশ্ন দলের বিক্ষুব্ধ সাংসদের। ইদানীং, বিভিন্ন ইস্যুতে বরুণের দলবিরোধী অবস্থান স্পষ্ট। বেরোজগারি থেকে শুরু করে কেন্দ্রের নানান জনবিরোধী কার্যকলাপের বিরোধিতা করে আসছেন তিনি। মোদিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করেন না পিলিভিটের সাংসদ। বরুণ এর আগে সাফ জানিয়ে দিয়েছেন, আমার পূর্বপুরুষদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। মানুষের মূল সমস্যা, অবিচার, দুর্নীতি নিয়ে সরব হওয়ার সময় এসেছে।