১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৪১ বছরের অপেক্ষার অবসান, শুভাংশু শুক্লার হাত ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল ভারত

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 227

পুবের কলম ওয়েবডেস্ক: ২৮ ঘণ্টার দীর্ঘ যাত্রার শেষে সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর এই মহাকাশ অভিযান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার কোনও ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন, আর সেই সঙ্গেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে লেখা হল নতুন অধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টে ১ মিনিটে স্পেসএক্সের ড্র্যাগন ক্যাপসুলটি সফলভাবে ISS-এর হারমনি মডিউলে ডক করে। সেই সময় মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ছিল।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুভাংশু শুক্লা এবং তাঁর সহ-অভিযাত্রীরা ISS-এর ভিতরে প্রবেশ করেননি। প্রথমে ‘এক্সপেডিশন ৭৩’ অভিযানে থাকা চার NASA মহাকাশচারী—অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, সিরিল পেসকভ এবং জনি কিম—ভেস্টিবিউলের চাপ ও সম্ভাব্য লিকেজ পরীক্ষা করে দেখছেন। পরীক্ষা সম্পূর্ণ হলে Axiom Mission 4-এর চার নভোচারীকে স্বাগত জানাবেন তাঁরা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার করেছে ভারত: নেতানিয়াহু

১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ টি-১১ অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। তার পরে দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে শুভাংশু শুক্লার হাত ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফের দেখা গেল এক ভারতীয়কে। শুভাংশুর মহাকাশ যাত্রা তাই শুধু ‘Axiom-4’ মিশনের অংশ নয়, বরং একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন।

আরও পড়ুন: ভারতের উপর ৫০% শুল্ক: সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ নেই আমেরিকার

Axiom Mission 4-এর যাত্রা শুরু হয়েছিল বুধবার, ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে। ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেন শুভাংশু শুক্লা ও তিন সহ-অভিযাত্রী। উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মাথায় ফ্যালকন রকেট থেকে বিচ্ছিন্ন হয় ড্র্যাগন ক্যাপসুল, যা প্রথমে পৃথিবীর একটি নিম্ন কক্ষপথে প্রবেশ করে।

আরও পড়ুন: ট্যুরিস্ট ভিসা চালুর অপেক্ষায় পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা

এরপর শুরু হয় মূল অভিযানের প্রস্তুতি। প্রায় ২৮ ঘণ্টা ধরে ড্র্যাগন ক্যাপসুল ধীরে ধীরে কক্ষপথ এবং গতি সামঞ্জস্য করে ISS-এর কক্ষপথে পৌঁছে যায়। পৃথিবী থেকে ৪১৮ কিলোমিটার উচ্চতায়, প্রতি ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে চলতে নভোচারীরা মাইক্রোগ্রাভিটির সঙ্গে খাপ খাইয়ে নেন। ড্র্যাগন ক্যাপসুলের ডকিং প্রক্রিয়া ছিল একেবারে নিখুঁত এবং ত্রুটিহীন বলেই জানা গেছে।

শুভাংশু শুক্লা ছিলেন এই অভিযানের মিশন পাইলট। তাঁর সঙ্গে ছিলেন Axiom-4-এর মিশন কমান্ডার হিসেবে আমেরিকার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। পাশাপাশি নভোচারী হিসেবে পোল্যান্ডের সাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুও এই অভিযানে অংশ নেন। এই দু’জনের হাত ধরেই প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল পোল্যান্ড ও হাঙ্গেরি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪১ বছরের অপেক্ষার অবসান, শুভাংশু শুক্লার হাত ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল ভারত

আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ২৮ ঘণ্টার দীর্ঘ যাত্রার শেষে সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর এই মহাকাশ অভিযান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার কোনও ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন, আর সেই সঙ্গেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে লেখা হল নতুন অধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টে ১ মিনিটে স্পেসএক্সের ড্র্যাগন ক্যাপসুলটি সফলভাবে ISS-এর হারমনি মডিউলে ডক করে। সেই সময় মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ছিল।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুভাংশু শুক্লা এবং তাঁর সহ-অভিযাত্রীরা ISS-এর ভিতরে প্রবেশ করেননি। প্রথমে ‘এক্সপেডিশন ৭৩’ অভিযানে থাকা চার NASA মহাকাশচারী—অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, সিরিল পেসকভ এবং জনি কিম—ভেস্টিবিউলের চাপ ও সম্ভাব্য লিকেজ পরীক্ষা করে দেখছেন। পরীক্ষা সম্পূর্ণ হলে Axiom Mission 4-এর চার নভোচারীকে স্বাগত জানাবেন তাঁরা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার করেছে ভারত: নেতানিয়াহু

১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ টি-১১ অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। তার পরে দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে শুভাংশু শুক্লার হাত ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফের দেখা গেল এক ভারতীয়কে। শুভাংশুর মহাকাশ যাত্রা তাই শুধু ‘Axiom-4’ মিশনের অংশ নয়, বরং একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন।

আরও পড়ুন: ভারতের উপর ৫০% শুল্ক: সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ নেই আমেরিকার

Axiom Mission 4-এর যাত্রা শুরু হয়েছিল বুধবার, ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে। ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেন শুভাংশু শুক্লা ও তিন সহ-অভিযাত্রী। উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মাথায় ফ্যালকন রকেট থেকে বিচ্ছিন্ন হয় ড্র্যাগন ক্যাপসুল, যা প্রথমে পৃথিবীর একটি নিম্ন কক্ষপথে প্রবেশ করে।

আরও পড়ুন: ট্যুরিস্ট ভিসা চালুর অপেক্ষায় পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা

এরপর শুরু হয় মূল অভিযানের প্রস্তুতি। প্রায় ২৮ ঘণ্টা ধরে ড্র্যাগন ক্যাপসুল ধীরে ধীরে কক্ষপথ এবং গতি সামঞ্জস্য করে ISS-এর কক্ষপথে পৌঁছে যায়। পৃথিবী থেকে ৪১৮ কিলোমিটার উচ্চতায়, প্রতি ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে চলতে নভোচারীরা মাইক্রোগ্রাভিটির সঙ্গে খাপ খাইয়ে নেন। ড্র্যাগন ক্যাপসুলের ডকিং প্রক্রিয়া ছিল একেবারে নিখুঁত এবং ত্রুটিহীন বলেই জানা গেছে।

শুভাংশু শুক্লা ছিলেন এই অভিযানের মিশন পাইলট। তাঁর সঙ্গে ছিলেন Axiom-4-এর মিশন কমান্ডার হিসেবে আমেরিকার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। পাশাপাশি নভোচারী হিসেবে পোল্যান্ডের সাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুও এই অভিযানে অংশ নেন। এই দু’জনের হাত ধরেই প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল পোল্যান্ড ও হাঙ্গেরি।