ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ আইনজীবী নদিয়ার কৃষাঙ্গী

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ আইনজীবী হয়ে নজর কাড়ল নদিয়ার মেয়ে। নাম কৃষাঙ্গী মেশ্রাম। বয়স ২১। কিন্তু চোখেমুখে এখনও কৈশোরের দীপ্তি। তবে এই বয়সেই ভিনদেশে ইতিহাস গড়েছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কৃষাঙ্গী নদিয়ার মেয়ে। মায়াপুরে বাড়ি। মিল্টন কেইন্সের ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন তিনি। তিন বছরের মধ্যে হাসিল করেছেন আইনের ডিগ্রি। সম্প্রতি তার একটা সাক্ষাৎকার সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যাতে কৃষাঙ্গী তাঁর এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন কলেজকেই।
ভারতীয় বংশোদ্ভূত আইন স্নাতক কৃষাঙ্গী বলেন, ‘মাত্র ১৫ বছর বয়সে আমাকে আইন নিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছে দ্য ওপেন ইউনিভার্সিটি। আমি কৃতজ্ঞ। এটা শুধু পেশার জন্য নয়, আইনের প্রতি আমার আগ্রহও দ্বিগুণ বাড়িয়েছে।’ ২০২২ সাল থেকে একটি আন্তর্জাতিক আইন সংস্থায় চাকরি করছেন কৃষাঙ্গী।
কাজ করেছেন সিঙ্গাপুরে। হার্ভার্ড অনলাইনের গ্লোবাল প্রোগ্রামেও অংশ নিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, মেশরাম সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম বয়সী সলিসিটর হিসেবে খ্যাতি অর্জন করেছেন।